আজকাল ওয়েব ডেস্ক: বগলে কালো ছোপ পড়ে যায়। লুকোনোর মতো বিষয় এটি নয়। তাই কালো দাগের জন্য স্লিভলেস পরতে পারবেন না, এরকম ভাবার কোনও কারণ নেই। এই ধরনের সমস্যা লুকিয়ে রাখার পরিবর্তে সমাধান করার কথা ভাবতে হবে।
নিয়মিত রেজার কিংবা বাজারচলতি ক্রিম ব্যবহার করে বগলের লোম তুললে ত্বকের উপর কালো দাগ পড়ে। সহজে সেই দাগ ওঠেও না। হাতকাটা কোনও পোশাক পরতে গেলেই সেই দাগ কিন্তু শত্রু হয়ে উঠতে পারে আপনার সাজের।
একটি পাত্রে এক চামচ টুথপেস্ট দিন। সঙ্গে দিন দু'চামচ করে কফি পাউডার ও লেবুর রস। একসঙ্গে ভাল মতো মিশিয়ে পেস্ট তৈরি করুন। স্নানের আগে মিশ্রণটি মেখে আধঘন্টা রেখে দিন। জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়ম করে একমাস এই মিশ্রণ ব্যবহার করলে বগলের কালচে ভাব গায়েব হয়ে যাবে।
কফিতে এক্সফোলিয়েটিং বৈশিষ্ট্য থাকে, যা ত্বকের মৃত কোষগুলিকে দূর করে। কফিতে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা ত্বকের টক্সিন এবং অমেধ্য দূর করে। অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। কফি ত্বককে পুষ্টি জোগায় এবং ট্যান দূর করে। কফি স্ক্রাব ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয় এবং ত্বকের টোন সমান হয়।
লেবুকে প্রাকৃতিক ব্লিচ বলা হয়।অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর লেবু নাছোড় দাগ সরাতে দারুণ কাজে আসে। শেভিংয়ের পর বগলের কালো দাগ দূর করতে প্রতিদিন স্নানের সময় পাতিলেবু লাগান। নিয়মিত এই পন্থা মেনে চললে দূর হবে বগলের কালো দাগছোপ। আরও ভাল ফল পেতে লেবুর সঙ্গে চিনিও ব্যবহার করতে পারেন। একটি পাতিলেবু দু’টুকরো করে তাতে চিনি লাগিয়ে নিন। চিনি গলে না যাওয়া অবধি ঘষতে থাকুন। হবে মুশকিল আসান। হলুদের মধ্যে কারকিউমিন রয়েছে, যা ত্বককে উজ্জ্বল করে তোলে। তাছাড়া এগুলো প্রাকৃতিক উপাদান। এগুলো ব্যবহার কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া পড়ে
