আজকাল ওয়েবডেস্কঃ নাকের উপর বা ঠোঁটের নীচে কালো দাগ বা রোঁয়া হলে দিনের পর দিন বেড়েই চলে। পার্লারে গিয়ে ব্ল্যাকহেডস তুলতে চাইলে তা খরচ ও সময়সাপেক্ষ ব্যাপার। সঙ্গে সহ্য করতে হয় প্রচন্ড যন্ত্রনাও। আসলে ব্ল্যাক হেডস জমে জমে কালো দাগ তৈরি হলে দেখতে যেমন খারাপ লাগে তেমন ওই জায়গার সৌন্দর্যও নষ্ট হয়। ত্বকে ময়লা জমে তৈরি হয় ব্ল্যাক হেডস। তাই বাড়িতেই ব্ল্যাক হেডস তুলে ফেলুন। কীভাবে ঘরোয়া উপায়ে কোনও টাকা খরচা ছাড়াই ব্ল্যাক হেডস তুলে ফেলবেন, তা জেনে নিন।

একটি পাত্রে অর্ধেক লেবুর রস নিংড়ে নিন। সঙ্গে টুথপেস্ট দিন এক চামচ ও হাফ চামচ হলুদগুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে ত্বকে লেবুর পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে না। ভাল করে মিশিয়ে নিন। মুখ ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিন। নাকের ব্ল্যাকহেডসের উপর আধঘন্টা লাগিয়ে রাখুন এই মিশ্রণটি। শুকিয়ে গেলে অল্প করে জল দিয়ে হালকা করে ঘষে স্ক্রাব করে নিন। তারপর ঈষৎ উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে কমপক্ষে দু'দিন এই টোটকা ব্যবহার করলে নাকের ব্ল্যাকহেডস উঠে যাবে ও ত্বক হবে উজ্জ্বল। 
হলুদ একে অ্যান্টিসেপ্টিক উপাদানে সমৃদ্ধ। তার উপর তেলতেলে ত্বকের যত্নে এর প্রভাব বেশ অনেকটাই। ভেষজ গুণ থাকায় নানা ফেসপ্যাকেই হলুদ মেশানো যায়। অনেক রোগের ঘরোয়া সমাধানেও তাই কাজে লাগে হলুদ।  কারকিউমিন নামে একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট  যা ফ্রি ব়্যাডিক্যালের সঙ্গে লড়াই করে। এটি অকালবার্ধক্য ও ত্বকের যত্নে অবদান রাখে। ত্বকের যত্নে লেবু ভীষণ জনপ্রিয়। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। যা পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। ত্বকের টোনকে সমান করে। মধু ব্রণ কমায়, পাশাপাশি ত্বকে পুষ্টি যোগায়।