আজকাল ওয়েব ডেস্ক: চুল পড়া বন্ধ করতে কত কী করছেন!তেল, শ্যাম্পু, সিরাম কিছুই বাদ যায়নি।তবু চুল পড়া বন্ধ হয়নি।তার উপর চুলের প্রধান শত্রু খুশকি।চুল ঠিক মতো পরিষ্কার করে না ধুলে কিংবা চুলে তেলময়লা জমলে খুশকি হতে পারে। বর্ষাকালে ফাঙ্গাস সংক্রমণের উপদ্রব তো আছেই।চুল ও ত্বক বিশেষজ্ঞদের মতে এই সব সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন বিশেষ শ্যাম্পু।এতে চুল যেমন পুষ্টি পাবে, তেমনই চুলের হারানো জেল্লাও ফিরে আসবে। 

প্যানে দু'কাপ জল দিন। সামান্য গরম হয়ে গেলে বেশ কিছুটা টাটকা ও পরিষ্কার করে ধুয়ে নেওয়া নিম পাতা দিন।সঙ্গে দিন পাতিলেবুর অর্ধেক অংশ ও দু'চামচ চাল। খুব ভাল মতো ১৫ মিনিট ফোটাতে হবে। 

ফুটতে শুরু করলে ছেঁকে নিন একটি পাত্রে।এই জলে চার চামচ রোজের ব্যবহারের শ্যাম্পু মিশিয়ে দিন। মিশ্রণটি দিয়ে চুলের ত্বক ও সম্পূর্ণ চুলে মেখে ঘষতে থাকুন। ফেনা হয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

নিমে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা আপনার স্ক্যাল্পের টক্সিন বের করে দেয়।ফ্রি ব়্যাডিকালসের বিরুদ্ধে লড়াই চালায়।তাই অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা কমে। ষফলে চুলের নানা সমস্যা থাকে নিয়ন্ত্রণে।নিমের মধ্যে আছে অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান। দীর্ঘদিন ধরেই খুশকির সমস্যা সমাধানে ঘরোয়া উপায় হিসেবে ব্যবহার হয়ে আসছে নিম।স্ক্যাল্প পরিষ্কার রাখতে এমনকী প্রাচীন আয়ুর্বেদিক ওষুধেও নিম ব্যবহার হয়েছে।অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান খুশকি সারিয়ে তোলে।এছাড়াও নিমে মেলে অ্যান্টি ফাঙ্গাল উপাদান।তাই স্ক্যাল্পের ফাঙ্গাস সংক্রমণ প্রতিরোধ করে।মাত্র একবার ব্যবহারেই আপনার চুলে পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন।নিমে ভিটামিন এ এবং সি-এর সন্ধান মেলে। আর এই দুই উপাদানই চুলের জন্য বেশ উপকারী। চুলের প্রাকৃতিক জেল্লা বাড়াতে এবং হেয়ার ফল কমাতে ভিটামিনগুলি কার্যকরী ভূমিকা পালন করে।