আজকাল ওয়েব ডেস্ক: সারা বছর ত্বক নিয়ে সমস্যায় জেরবার থাকেন অনেকেই। তবে উৎসবের দিনগুলোতে সমস্যাগুলি যেন মাথাচাড়া দিয়ে ওঠে।কপালে হঠাৎ ব্রণ উঠলে বা ত্বক একেবারে শুষ্ক হয়ে যাবার মতো সমস্যা পিছু ছাড়তে চায় না। মুখের নানা খুঁত ঢাকতে তখন ভরসা হয় নানা রকম প্রসাধনীর উপর। ব্লাশ, পাউডার ও নানা দামী কোম্পানির ক্রিম বা বা মেকআপের জিনিস মেখে ত্বকের হাল বেহাল হয়ে পড়ে। ঘুমোতে যাওয়ার আগে নাইট ক্রিম মাখলে এই সমস্যা খানিকটা দূর হয়।তবে প্রাথমিক অবস্থায় জেল্লা ফিরলেও তা আদতে ক্ষতি করে ত্বকের।জেল্লা আনতে ভরসা হোক ঘরোয়া টোটকায়।

 দু'চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চামচ করে মধু ও আমন্ড অয়েল দিয়ে মিশিয়ে নিন। শেষে যোগ করুন তিন চামচ দুধ। সম্পূর্ণ মিশ্রনটি ভাল মত মিশিয়ে সকালে ও রাতে ঘুমোতে যাওয়ার সময় মাখুন।এই ঘরোয়া উপায়ে তৈরি ক্রিম মুখে লাগিয়ে খুব আলতো ভাবে পাঁচ মিনিট ম্যাসাজ করুন।আধঘন্টা রেখে দিন। তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

উৎসবের মরসুমে ত্বকের হারিয়ে যাওয়া পুরনো জেল্লা ফিরে আসবে। ত্বক হবে উজ্জ্বল মসৃণ ও ঝকঝকে। শুষ্কতা দূর হয়ে আপনার ত্বকের উজ্জ্বলতা নজর এড়িয়ে যেতে পারবে না বাকিদেরও।

অ্যালোভেরাতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট, ত্বক থেকে বয়সের ছাপ, ব্রণের দাগ, ট্যান দূর করে নিমেষেই।নিয়মিত অ্যালোভেরা ব্যবহারে ত্বকে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা।

দুধের মধ্যে ভিটামিন এ, ডি এবং ই রয়েছে, যা ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।এগুলো ত্বককে ফ্রি র‍্যাডিকেলের হাত থেকে রক্ষা করে এবং ত্বকের অকাল বার্ধক্য প্রতিরোধ করে।ত্বককে এক্সফোলিয়েট করে মরা কোষ পরিষ্কার করে দেয়।এতে ত্বক অনেক বেশি উজ্জ্বল দেখায়। স্কিন টোন উন্নত হয়।মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণাবলী ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।