আজকাল ওয়েবডেস্কঃ শয্যাসুখের চাবিকাঠি লুকিয়ে আছে শারীরিক ঘনিষ্ঠতার সময়ে পুরুষ কত ক্ষণ বীর্য ধরে রাখতে পারলেন, তার উপর, এমনই বক্তব্য অধিকাংশের। আর তাই শীঘ্রপতন অনেক দম্পতির জীবনে এক বড় সমস্যা। যা তাদের ভালবাসা বা পারস্পরিক সম্পর্ককেও নষ্ট করে দিতে পারে। নিয়মিত শরীরচর্চার অভাব, দীর্ঘ ক্ষণ এক জায়গায় বসে থেকে কাজ, খাদ্যাভ্যাসে অনিয়ম ও স্ট্রেসের মতো নানা কারণে কমে যেতে পারে যৌন ক্ষমতা। আর তার প্রভাব পড়ে প্রেম এবং দাম্পত্য সম্পর্কের উপর। তাই শীঘ্রপতনের সমস্যা নিয়ে চিন্তিত থাকেন অনেকেই। আবার অনেকেই এই বিষয়টি নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হন। তবে শীঘ্রপতনের মতো বিভিন্ন যৌন সমস্যার সমাধানেও মুশকিল আসান হতে পারে এই ঘরোয়া টোটকা। কীভাবে তা জেনে নিন। 

একটি গোটা রসুনের সব কোয়াগুলো খোসা ছাড়িয়ে নিন। বেশ কিছুটা আদার টুকরোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন বা মিহি করে থেঁতো করে নিন। ২-৩ চামচ মধু এই থেঁতো করা উপকরণের উপর ছড়িয়ে দিন। ভাল করে মিশিয়ে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রাখুন। আপনি এই প্রক্রিয়ায় প্রায় একমাস রাখতে পারেন এই মিশ্রণ। রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক চামচ এই মিশ্রণটি ঈষৎ উষ্ণ গরম জলে দিয়ে খেয়ে নিন। পুরুষদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি, শীঘ্রপতনের সমস্যা নির্মূল করার পাশাপাশি হার্টের বন্ধু এই মিশ্রণ। 

রসুনের মধ্যে অ্যালিসিন নামের যৌগ দেহে অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। এটি পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে। এতে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা সহজেই এড়ানো যায়। প্রতিদিনের ডায়েটে যদি রসুন থাকে তবে উত্তেজনা বাড়বে। আবার ঘুমানোর আগে এক চামচ আদা পিষে আধা চা চামচ মধু যোগ করুন, এবার এই মিশ্রণটি মুখে চেটে নিন। এই মিশ্রণ শরীরে তাপ তৈরি করবে, যা রক্ত প্রবাহকে উন্নত করবে।