আজকাল ওয়েব ডেস্কঃ ত্বকের যত্ন নিয়ে সবাই চিন্তিত থাকে। ফেস প্যাক, স্ক্রাবিং, ডি- ট্যান সব কিছুই মুখের জন্য করা হয়।কিন্তু উপেক্ষিত হয় ঘাড়, গলা ও কনুই।এসব স্থানে যে অবাঞ্ছিত জেদি দাগ পড়ে যায় সেটি নিয়ে কারওরই খুব বেশি মাথাব্যথা থাকে না।ফলে অনেক বছরের পুরনো দাগ স্থায়ীভাবে থেকে যায়। অনেকেই মুখের মতো ঘাড়ে সানস্ক্রিন লাগানো পছন্দ করেন না। তাই সূর্যের তাপে এসব জায়গা পুড়ে আরও কালচে ছোপ পড়ে যায়। কী করে চটজলদি এই জেদি কালচে দাগ দূর করবেন? হাতের কাছে মজুত খুব সামান্য কিছু উপাদানেই মিলবে সমাধান। জেনে নিন কীভাবে সহজেই তুলবেন এই জেদি দাগ।
একটি কাঁচের বাটিতে শ্যাম্পু নিয়ে তার সঙ্গে সামান্য দাঁত মাজার পেস্ট মিশিয়ে নিন।এতে যোগ করুন এক চামচ বেকিং সোডা ও হাফ চামচ লেবুর রস। সম্পূর্ণ উপাদানগুলি ভাল মতো মিশিয়ে একটি পেস্ট আকারে তৈরি করে নিন।
ঘাড় ও কনুইয়ের ওপর মিশ্রণটির মোটা করে মোটা প্রলেপ লাগিয়ে দিন।১৫-২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পরিস্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
দাগ যত পুরনোই হোক না কেন, এই পদ্ধতিটি সপ্তাহে দুদিন ব্যবহার করলেই দাগ উঠে যাবে।
এই ক্ষেত্রে অ্যালোভেরা জেলের ওপর ভরসা রাখতে পারেন।এতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা যে-কোনও দাগের যম। একটি অ্যালোভেরা পাতা ছাড়িয়ে জেল বের করে নিন।দাগের জায়গার ওপর সরাসরি লাগিয়ে রাখুন। পাঁচ মিনিট পর ধুয়ে ফেলুন। কিছুদিনের মধ্যে পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন।
এছাড়া জলের মধ্যে এক চামচ অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে নিন।কালো হয়ে যাওয়া জায়গায় পাঁচ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
ত্বক আর চুলের যত্নের মাঝেই ব্রাত্য হয়ে পড়ে ঘাড়। ঘাম ও ময়লা জমে এমন কালো দাগ ছোপ হয়। চুল ছেড়ে রাখলে ঘাড়ের কালো দাগ ছোপ আড়াল করা যায় যায় বটে,কিন্তু এতে সমাধান মেলে না। এর দীর্ঘস্থায়ী প্রতিকার পেতে ব্যবহার করুন এই কয়েকটি ঘরোয়া টোটকা।দাগ উঠে যাবে অনায়াসেই।
