আজকাল ওয়েবডেস্কঃ চাঁদ আজ সারা দিন রাত জুড়ে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। সূর্যও বর্তমানে বৃশ্চিক রাশিতে রয়েছে। অর্থাৎ আজ বৃশ্চিক রাশিতে যুতি গঠন করবে সূর্য ও চাঁদ। পঞ্জিকা অনুসারে আজ অঘ্রাণ মাসের কৃষ্ণা অমাবস্যা তিথি। রবিবার সকাল ১১টা ৫০ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে। সকাল ৬টা ৫৭ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ২৪ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে রবিবার হল সূর্য দেবতার প্রিয় দিন। শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে জেনে নিন।

কর্কট রাশি - কর্কট রাশির জন্য মঙ্গলের বক্রি বিশাল লাভের মুখ দেখাবে ৷ নতুন করে জীবন শুরু করার পরিকল্পনা সফল হতে পারে।ব্যবসা বাণিজ্যের জন্য লাভ পাবেন ৷ কর্মক্ষেত্রে ভাল সময় আসবে।

কন্যা রাশি: বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। সম্পর্কে অন্য কোনও মানুষের প্রতি আকর্ষণ অনুভব করবেন। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা। খরচ বৃদ্ধি পাওয়ার জন্য উদ্বেগ।

তুলা রাশি- এই  রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গলের বক্রি অত্যন্ত লাভজনক হতে পারে। লাভের মুখ দেখতে পারবেন জাতক-জাতিকারা।দীর্ঘদিনের ঋণ 
এবার শোধ করতে পারবেন। সম্পর্কে একে অপরের প্রতি আরও আস্থা গড়ে তুলতে আগ্ৰহী হবেন আজ।

ধনু রাশি: একাধিক পথে আয় বৃদ্ধি পেতে পারে। সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে।  রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে। পড়াশোনায় সন্তানের মনোযোগ নিয়ে চিন্তায় থাকবেন। ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে। ভ্রমণে না যাওয়াই ভাল। প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে।

কুম্ভ রাশি: চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনের সঙ্গে মনোমালিন্যের সূত্রপাত। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। শরীরে রোগভোগের প্রকোপ বাড়বে। বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে।