আজকাল ওয়েবডেস্কঃ কথিত রয়েছে, উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বাস্তু ক্রুটি। ঠিক একইভাবে বাস্তুর নিয়ম সঠিকভাবে মেনে চললেই আসে সাফল্য, দূর হয় অর্থকষ্ট, জীবন হয় সুখের। গৃহস্থ বাড়ির কয়েকটি জিনিসের টোটকার বিষয়ে বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে। যার মধ্যে অন্যতম তেজপাতা। জানলে অবাক হবে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে হেঁশেলের এই চেনা উপাদান।
একটি গ্লাসে জল নিয়ে তাতে একটি তেজপাতা, তিনটে দারচিনি এবং তিনটে কয়েন দিন। এবার এই গ্লাসটি ঘরের উত্তর দিকে ২১ দিন রাখুন। তাহলেই হাতেনাতে দেখতে পাবেন সুফল। তেজপাতা যে কোনও নেগেটিভ এনার্জি দূর করবে।
অনেক সময়ে পরিশ্রম করেও ফল পাওয়া যায় না। সংসারে আর্থিক টানাটানি লেগেই থাকে। আর তখনই সুরাহা মিলতে পারে তেজপাতার টোটকায়। বাস্তু অনুসারে, প্রতি শুক্রবার তেজপাতা দেবী লক্ষীর পা স্পর্শ করিয়ে তা টাকার ব্যাগে রাখলে আর্থিক সমস্যা দূর হয়।
প্রতি শনিবার ৫টি তেজপাতা ভাজুন। সঙ্গে ভাজুন ৫টি শুকনো লঙ্কা। তারপর সেই ধোঁয়া ছড়িয়ে দিন সারা ঘরে। এতেই পরিবারের সমস্ত সমস্যা দূর হয় বলে প্রচলিত বিশ্বাস।
অনেক সময় দুঃস্বপ্নের কারণে রাতের পর রাত ভাল ঘুম হয় না। বাস্তুশাস্ত্র বলছে, বালিশের নিচে তেজপাতা রাখলে এই দুঃস্বপ্নের সমস্যা থেকে স্বস্তি মিলতে পারে।
