নিজস্ব সংবাদদাতা: গত জানুয়ারিতে রাশিয়ান প্রেমিকা চিন্তামণি ডায়ানার সঙ্গে বিয়ের পিড়িতে বসেছিলেন অভিনেতা গৌরব মণ্ডল। বৃন্দাবনে দুই পরিবারের উপস্থিতিতে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি। বিয়ের দু'মাসের মধ্যেই সুখবর দিলেন গৌরব ও চিন্তামণি। বাবা-মা হতে চলেছেন দম্পতি।
জেসমিনের সঙ্গে বিচ্ছেদের পর টলিউডের সঙ্গেও খানিকটা দূরত্ব বাড়িয়েছিলেন গৌরব। বৃন্দাবনে গিয়ে নিজের জীবনকে নতুন করে আবিষ্কার করেন অভিনেতা। দেখা হয় নৃত্যশিল্পী চিন্তামণি ডায়নার সঙ্গে। সেখান থেকেই শুরু প্রেম পর্ব। বিদেশিনী প্রেমিকার সঙ্গে প্রেম কখনই লুকিয়ে রাখেনি গৌরব। বৃন্দাবনধামেই সংসার পাতেন তাঁরা। সেই সময় সমাজ মাধ্যমে বিয়ের নানা মুহূর্ত ভাগ করে নেন দু'জনেই।
মঙ্গলবার অন্তঃসত্ত্বা চিন্তামণি নিজের বেবি বাম্প নিয়ে একটি মিষ্টি ভিডিও সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন। সঙ্গে লিখেছেন, 'আজ গৌরবের জন্মদিন। ভগবান কৃষ্ণর থেকে পাওয়া এমন উপহারের চেয়ে আর ভাল কী ই বা হতে পারে, তিনি আমাদের মাঝে একজন বিশেষ মানুষকে নিয়ে আসতে চলেছেন। আর লুকিয়ে রাখা যাবে না। আমরা দু'জনেই দারুণ উত্তেজিত এবং খুশি। তার আসার অপেক্ষায় রয়েছি '।
বাংলা ছোটপর্দার জগতে একটা সময় অতি পরিচিত মুখ ছিলেন গৌরব মন্ডল। ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ ধারাবাহিকে শ্রীকৃষ্ণের ভূমিকায় দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। কিন্তু 'নয়নতারা' সিরিয়াল শেষ হওয়ার পর আর সেভাবে তাঁর দেখা মেলেনি। ছোটপর্দা থেকে দীর্ঘদিন দূরে রয়েছেন গৌরব। আধ্যাত্মিক যাত্রাপথেই মনের শান্তি খুঁজে নিয়েছেন অভিনেতা।
অভিনয় জগৎ থেকে দূরে সরে বর্তমানে স্ত্রীকে নিয়ে গুছিয়ে সংসার করছেন গৌরব। টলিউডে তেমনভাবে আর কাজ করতে দেখা যায় না তাকে। বেশিরভাগ সময়ই কাটান বৃন্দাবনে স্ত্রী চিন্তামণির সঙ্গে। এবছরই ভূমিষ্ঠ হবে তাঁদের সন্তান। জীবনে নতুন অতিথি আসার অপেক্ষায় দিন গুনছেন গৌরব ও চিন্তামণি।
