তিনি একাধারে দাপুটে অভিনেতা, অন্যদিকে লেখক, সুবক্তা। পর্দায় তাঁর সহজ-সরল অভিনয়, সংবেদনশীল সংলাপ আর মিষ্টি হাসি প্রথম দিন থেকেই দর্শকমনে জায়গা করে নিয়েছে। সঙ্গে ইদানীং কঠিনতম বিষয়ও 'সহজ কথা'য় প্রকাশ করতে তিনি অতুলনীয়। আজ সেই ‘ব্যোমকেশ বক্সী’র প্রিয় বন্ধু ‘অজিত’-এর জন্মদিন। আরও এক বসন্ত পার করে ফেললেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। 


'চিরদিনই তুমি যে আমার'-এর নায়কের কাছে জন্মদিন মানে ঠিক কী? আজকাল ডট ইন-কে খোলাখুলি জানালেন রাহুল। তাঁর কথায়, "জন্মদিন মানেই পায়েস, পরিবার-বন্ধুবান্ধবের সঙ্গে অনেকটা সময় কাটানো।" নিজের এই বিশেষ দিনে কাজ করা পছন্দ নয় অভিনেতার।  সাধারণত দুর্গাপুজোর আগে-পরে জন্মদিন হওয়ায় কোনও বছরই তাঁকে খুব একটা কাজ করতে হয় না। এবছরও কি জন্মদিনে তেমনই ছুটি কাটাচ্ছেন? "না, এবার একটা ডাবিং আছে। বিকেলের মধ্যে ফ্রি", বলেন রাহুল। 

আরও পড়ুনঃ শুরুতেই বাজিমাত 'ও মোর দরদিয়া‌'‌‌র! সবাইকে টেক্কা দিয়ে টিআরপির প্রথম স্থান দখল করল কোন ধারাবাহিক?

স্ত্রী প্রিয়াঙ্কা, ছেলে সহজকে নিয়ে জন্মদিন কাটাবেন অভিনেতা। সঙ্গে থাকবেন কাছের বন্ধুরা। রাহুল বলেন, "আজ প্রায় ৩০-৪০ জনের জমায়েত হবে বাড়িতে।" প্রতি বছরের মতো এবারের জন্মদিনেও রয়েছে মায়ের হাতে পায়েস রাহুলের কথায়, "পায়েস মা-র ডিপার্টমেন্ট।আজকের দিনে পায়েসটা মা গুরুদেবের মুখে দিয়ে আমাকে দিতে চায়। এবারও তেমনটাই হবে।"


রাহুল জানিয়েছেন, নিজের হাতে বাবার জন্য জন্মদিনের কার্ড বানিয়ে দেবে ছোট্ট সহজ। সঙ্গে অপেক্ষা রয়েছে প্রিয়াঙ্কার উপহারের। এদিন সকাল থেকে অভিনেতার কাছে এসে পৌঁছেছে প্রচুর উপহার। অনুরাগীরা ভালবাসা উজার করে দিয়েছেন তাঁর জন্য। তারকা থেকে আমজনতা, শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। সমাজ মাধ্যমে উপচে পড়েছে অনুরাগীদের ভালবাসা।