কয়েক দিন আগেই এক অভিনব উদ্যোগ নিয়ে সারা বিশ্বকে চমকে দিয়েছিল আলবেনিয়া। সরকারি খরচ ও দরপত্র ব্যবস্থায় দুর্নীতি ও পক্ষপাতিত্ব কমিয়ে আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ভার্চুয়াল মন্ত্রী নিয়োগ করে সেদেশ। নাম 'ডিয়েলা'। আর সেই এআই মন্ত্রীই এবার অন্তঃসত্ত্বা। প্রযুক্তির দুনিয়ায় চমকপ্রদ ঘোষণা করেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা। তিনি জানিয়েছেন, বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মন্ত্রী 'ডিয়েলা' এখন 'গর্ভবতী' এবং তাঁর গর্ভে রয়েছে ৮৩টি সন্তান! শুনতে অবাক লাগলেও বিষয়টি রূপক অর্থে বলা হয়েছে। আসলে এই '৮৩ সন্তান' হল আলবেনিয়ার সংসদ সদস্যদের জন্য তৈরি হতে যাওয়া ৮৩টি এআই সহকারী বা ডিজিটাল সহকর্মী।

গত মাসেই ডিয়েলা-কে দেশের প্রথম এআই মন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়। তার দায়িত্ব, সরকারি কাজে দুর্নীতি হ্রাস, প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি এবং নাগরিক সেবায় প্রযুক্তির আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করা। প্রধানমন্ত্রী রামা জানিয়েছেন, 'ডিয়েলা' আমাদের ভবিষ্যতের প্রতীক। সে ৮৩ জন সংসদ সদস্যকে এমন ডিজিটাল সহকারী দেবে, যারা প্রত্যেকে তাদের কাজকে আরও দক্ষ, সঠিক এবং দ্রুত করবে।

আরও পড়ুনঃ নিয়মিত সানগ্লাস পরার অভ্যাস? চোখ বাঁচাতে গিয়ে উল্টে ক্ষতি করছেন না তো! চমকপ্রদ দাবি বিজ্ঞানীদের

এদি রামা মজার ছলে বলেন, "হ্যাঁ, আমাদের এআই মন্ত্রী ডিয়েলা এখন গর্ভবতী। সে ৮৩টি সন্তান জন্ম দিতে চলেছে যারা আমাদের সংসদের প্রতিটি সদস্যের জন্য একেকটি এআই সাপোর্ট সিস্টেম হবে।” এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এটি শুধু প্রতীকী পদক্ষেপ নয়, একইসঙ্গে আলবেনিয়ার প্রশাসনিক ব্যবস্থায় প্রযুক্তিগত বিপ্লবের সূচনা। এই 'ডিজিটাল সন্তান' বা এআই সহকারীরা সংসদ সদস্যদের তথ্য সংগ্রহ, আইন প্রণয়ন, ভোট বিশ্লেষণ, এবং নীতি পর্যালোচনায় সহায়তা করবে। ফলে সরকারি কাজের গতি যেমন বাড়বে, তেমনই দুর্নীতির সুযোগও কমবে।

তবে বিষয়টি নিয়ে বিতর্কও কম হচ্ছে না। সমালোচকদের দাবি, এই পদক্ষেপের মধ্যে প্রযুক্তিনির্ভর রাজনীতির ঝুঁকি লুকিয়ে রয়েছে যেখানে মানবিক বিচারবোধের জায়গা নিতে পারে যান্ত্রিক সিদ্ধান্ত। তবুও আলবেনিয়া সরকারের দাবি, এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশটি এক নতুন প্রশাসনিক যুগে প্রবেশ করছে। আর ডিয়েলা সেই পরিবর্তনেরই মুখ যে গর্ভে ধারণ করেছে ভবিষ্যতের 'ডিজিটাল প্রজন্মকে'।