প্রায় পঁচিশ বছর আগে বি-টাউনে ডেবিউ করেছিলেন আমিশা প্যাটেল এবং হৃতিক রোশন। এতক্ষণে নিশ্চয়ই সকলেই বুঝে গিয়েছেন, কোন ছবির কথা বলা হচ্ছে! ঠিকই ধরেছেন, ‘কহো না প্যায়ার হ্যায়’। প্রথম ছবিতেই তুমুল সাফল্যের ঝড় আসে তাঁদের কেরিয়ারে। স্বপ্নের মতো শুরু হয় মায়ানগরীতে পথ চলা। এককথায় প্রথম ছবিতেই বাজিমাত করেন তাঁরা। সুপারহিট সেই ছবির দৌলতে হৃত্বিক রোশন রাতারাতি তারকা হয়ে ওঠেন। সঙ্গে জনপ্রিয়তা পেয়েছিলেন আমিশাও। আজও বলিপাড়ার অন্যতম হিট ছবির জায়গা দখল করে রয়েছে রাকেশ রোশন পরিচালিত ‘কহো না প্যায়ার হ্যায়’। সম্প্রতি সেই ছবিরই শুটিংয়ের সময়ে এক ক্যামেরাবন্দি মুহূর্ত ভাগ করে নিয়েছেন পর্দার ‘সোনিয়া’।
বলিউডে বন্ধুত্বের মিষ্টি মুহূর্তগুলো মাঝে মাঝে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সম্প্রতি এমনই একটি মুহূর্ত শেয়ার করেছেন আমিশা। তিনি ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁর সঙ্গে দেখা যায় হৃতিক রোশন, তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানকে। তিনজনেই বেশ হাসিখুশি মেজাজে ধরা দেন। ছবিটি ‘কাহো না প্যায়ার হ্যায়’ ছবির শুটিংয়ের সময়ের একটি ডিনার পার্টিতে তোলা হয়েছিল।
আমিশা ছবির সঙ্গে লিখেছেন, “মুম্বইয়ে আমার বাড়িতে সবচেয়ে মিষ্টি ডিনার পার্টি! হৃতিক রোশন এবং আমি শুটিংয়ের একটি শিডিউল শেষ করেছি। আমরা সবসময় আমাদের ছোট ছোট সাফল্য উদযাপন করতে ভালবাসি, এবং আমরা সেটি করেছি।” সেই পার্টিতে উপস্থিত ছিলেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজানও। আমিশা আরও যোগ করেছেন, “তিনজনের বন্ধুত্ব ছিল সত্যিই অটুট এবং মিষ্টি। আজকের ইন্ডাস্ট্রিতে এমন আন্তরিক সম্পর্ক বিরল, কিন্তু আমাদের মধ্যে সেই বন্ধুত্ব ছিল অদ্বিতীয়।”
