কালীপুজোয় বড় চমক দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। প্রকাশ করলেন তাঁর আসন্ন ছবি ‘নারী চরিত্রে বেজায় জটিল’-এর ঝাঁ চকচকে নতুন লুক। আর সেই পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সরস্বতী পুজো ২০২৬-এর এই বড় রিলিজের জন্য।
আরও পড়ুন: দীপাবলি মনেই কি ঝাঁ চকচকে পার্টি আর বহুমূল্য উপহার? পঙ্কজ ত্রিপাঠীর জবাব ভাবিয়ে তুলবে আপনাকে!
অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এবং অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট যৌথভাবে প্রযোজিত এই ছবিতে অঙ্কুশের সঙ্গে আছেন তাঁর অফস্ক্রিন পার্টনার ঐন্দ্রিলা সেন। জানা গিয়েছে, ছবিটি গভীর মানবিক সম্পর্ক, আবেগ আর সামাজিক টানাপোড়েনের মধ্য দিয়ে এমন এক গল্প বলবে যেখানে হাসিও আছে, চিন্তাও আছে।
কালীপুজোর আলোয় মুক্তি পাওয়া অঙ্কুশের এই নতুন লুক মজাদার অথচ তীব্র রহস্যে মোড়া। যা দেখে অনেকেই বুঝতে পারছেন, এ ছবিতে অভিনেতার চরিত্র বেশ অন্যরকম। এবং ছবিতে রয়েছে কালী ও শিবের মূর্তির ছবিও।

নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে অঙ্কুশ বললেন, “এই কালীপুজোয় আমরা প্রকাশ করলাম ‘নারী চরিত্রে বেজায় জটিল’-এর দ্বিতীয় লুক। এই ছবিতে থাকছে বাংলা সিনেমায় প্রথমবারের মতো পুরুষ বনাম ঈশ্বর বনাম নারীর থিম। গল্পে যেমন মায়ের (মা কালী) নাটকীয়তা আর রসিকতা আছে, তেমনই আছে হাসি, ভাবনা আর পরিবারে একসঙ্গে দেখার মতো মজা! ২০২৬-এর জানুয়ারিতে সরস্বতী পুজোর আবহে মুক্তি পাচ্ছে এই ছবি। আশা করছি, একদম অন্যরকম গল্পের এই ছবি যে সব দর্শকের হৃদয়ে ছুঁয়ে যাবে।”
অনুরাগীদের মতে, ছবির অন্যরকমের শক্তিশালী থিম, আকর্ষণীয় ভিজ্যুয়ালের সঙ্গে অঙ্কুশ-ঐন্দ্রিলার রসায়ন, সব মিলিয়ে ‘নারী চরিত্রে বেজায় জটিল’ টলিউডে ইতিমধ্যেই আগ্রহ তৈরি করছে।
