সলমন খান সম্প্রতি বিগ বস ১৯-এর এক পর্বে অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁর পুরনো বিবাদ নিয়ে মুখ খুলেছেন। বলিউডের সবচেয়ে আলোচিত বিতণ্ডাগুলির মধ্যে সলমন–অরিজিৎ বিতর্ক অন্যতম। তবে অভিনেতা এবার স্পষ্ট জানিয়েছেন যে, তাঁদের মধ্যে আর কোনও মনোমালিন্য নেই, বরং এখন তাঁরা ভাল বন্ধু। সলমনের মতে, সেই ঘটনাটি শুধুমাত্র একটি ‘ভুল বোঝাবুঝি’ ছিল।

শো চলাকালীন সলমন বলেন, “অরিজিৎ আর আমি খুব ভাল বন্ধু। ওই ঘটনাটা ভুল বোঝাবুঝি ছিল, আর সেটা আমার দিক থেকেই হয়েছিল। তারপর থেকে ও আমার জন্য একাধিক গান গেয়েছে— ‘টাইগার ৩’এর জন্যও গেয়েছে, আর এখন ‘গালওয়ান’  ছবির জন্যও গান করছে।”

এই মন্তব্যের পর ভক্তরা স্বস্তি প্রকাশ করেছেন যে, বহু বছর ধরে চলা এই জনপ্রিয় তারকা এবং গায়কের মধ্যে থাকা দূরত্ব অবশেষে মিটে গিয়েছে।

সলমন এবং অরিজিতের মধ্যে এই বিতর্কের সূত্রপাত ঘটে ২০১৪ সালে একটি অ্যাওয়ার্ড শোয়ে। ওই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন নায়ক, আর অরিজিৎ তখন ‘আশিকি ২’এর জনপ্রিয় গান ‘তুম হি হো’এর জন্য পুরস্কার গ্রহণ করতে মঞ্চে ওঠেন। তবে তিনি খুব সাধারণ, নৈমিত্তিক পোশাকে উপস্থিত হন, যা দেখে সলমন মজা করে জিজ্ঞাসা করেন, “তুমি কি ঘুমিয়ে পড়েছিলে?” এর জবাবে অরিজিৎও রসিকতাপূর্ণ ভঙ্গিতে বলেন, “আপনারা তো ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।”


গায়কের এই রসিকতা ভালভাবে নেননি সলমন। তারপরই যাবতীয় সমস্যার সূত্রপাত। ২০১৬ সালে অরিজিৎ প্রকাশ্যে সলমনের কাছে ক্ষমা চেয়েছিলেন। এক আবেগপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি সলমনকে অনুরোধ করেন যেন তাঁর কণ্ঠে গাওয়া ‘সুলতান’  ছবির গানটি বাদ না দেওয়া হয়।

অরিজিৎ তাঁর সেই খোলা চিঠিতে উল্লেখ করেছিলেন, কীভাবে তিনি বারবার সলমনকে ফোন এবং মেসেজ করে ক্ষমা চাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শোনা যায়, সেই ঘটনার পর থেকেই সুপারস্টার নাকি অরিজিৎকে ক্ষমা না করার সিদ্ধান্ত নেন।

অরিজিৎ লিখেছিলেন, তিনি প্রতিটি সুযোগে সলমনকে বোঝানোর চেষ্টা করেছেন যে ঘটনাটি একেবারেই অনিচ্ছাকৃত ছিল। এমনকি নীতা আম্বানির এক পার্টিতে সামনাসামনি দেখা হলে সেখানেও তিনি বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেন। কিন্তু সলমন তাঁর অনুনয় বা ক্ষমা কোনওটিই গ্রহণ করেননি বলে জানান গায়ক।

সেই সময় বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, এরপর সলমন অভিনীত একাধিক ছবির জন্য অরিজিতের রেকর্ড করা গানগুলি শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়। এই ঘটনাগুলির জেরে দু’জনের মধ্যে মনোমালিন্য বা সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন আরও জোরদার হয়।

দীর্ঘ টানাপোড়েনের পর অভিমানের বরফ গলল, যখন অরিজিৎ ‘টাইগার ৩’ ছবির ‘লে কে প্রভু কা নাম’  গানটি গাইলেন।