বিগ বস ১৯-এ নিয়ে প্রথম থেকেই শুরু হয়েছে একের পর এক বিতর্ক। এবার এই রিয়ালিটি শো-থেকে বাদ যাওয়ার পরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে এলেন প্রতিযোগী বাসির আলি। তিনি প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছেন সঞ্চালক সলমন খান ও শো-এর নির্মাতাদের বিরুদ্ধে। বাসিরের অভিযোগ, ওয়াইল্ড কার্ড প্রতিযোগী মালতি চাহার তাঁর যৌনতা নিয়ে অপমানজনক মন্তব্য করলেও কেউ তাতে কোনও পদক্ষেপ নেননি, বরং সবাই নীরব থেকেছেন।
বাসিরের দাবি, 'বিগ বস'-এর ঘরে মালতি চাহার এমন এক মন্তব্য করেন, যা শুধু তাঁকে নয়, সমগ্র সমকামী সম্প্রদায়কেই অসম্মান করে। “জাতীয় টেলিভিশনে এমন ঘৃণাত্মক মন্তব্য করা লজ্জাজনক,” বলেন বাসির। তাঁর কথায়, “সবচেয়ে হতাশাজনক ছিল সলমন খানের নীরবতা। যিনি ন্যায় ও সম্মানের কথা বলেন, সেই মানুষটি কেন এই ঘটনায় একটিও শব্দ বললেন না?” এই অভিযোগে শো-এর ন্যায্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসির। তাঁর মতে “বিগ বস সবসময় পক্ষপাতহীন থাকার দাবি করে। কিন্তু এখানে বিষয়টি একদম একপেশেভাবে দেখা হয়েছে। আমার অনুভূতিকে হালকাভাবে নিয়ে ঘটনাটিকে এড়িয়ে যাওয়া হয়েছে।”
বাসির আরও জানান, মালতির মন্তব্য তাঁর ব্যক্তিগত জীবনে আঘাত করেছে। “এটা শুধু আমার প্রতি নয়, এমন সব মানুষের প্রতি অপমান যারা নিজেদের পরিচয়ে গর্ববোধ করে,” বলেন তিনি। বাসিরের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। বহু দর্শক তাঁর পাশে দাঁড়িয়ে বলছেন, 'বিগ বস'-এর মতো জনপ্রিয় অনুষ্ঠানে এমন মন্তব্য করা গ্রহণযোগ্য নয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন প্রতিযোগীকে তাঁর যৌনতা নিয়ে হেনস্থা করা হলে কেন কেন শো-এর সঞ্চালক ও নির্মাতারা চুপ করে রইলেন।
যদিও এবিষয়ে এখনও বিগ বসের নির্মাতারা ও সলমন খান কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। ফলে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। বাসিরের কথায়, “আমি চাই এই ঘটনা অন্য কারও সঙ্গে না ঘটুক। আমরা সবাই মানুষ, এবং প্রত্যেকেই সম্মানের দাবিদার। টেলিভিশনের মতো বড় প্ল্যাটফর্মে ঘৃণা নয়, সহমর্মিতা ছড়ানো উচিত।” এককথায়, বাসির আলির বিস্ফোরক অভিযোগে আবারও বিতর্কে বিগ বস ১৯।
