বলিউডে তিন দশক কাটিয়ে ফেলেছেন ববি দেওল। ১৯৯৫ সালে ‘বরসাত’-এর হাত ধরে সিনে জগতে আত্মপ্রকাশ করেছিলেন ধর্মেন্দ্রর ছেলে। তারপর একের পর ছবিতে দর্শক মনে জায়গা করে নেন তিনি। তবে মাঝের কয়েকটা বছর বড় পর্দা থেকে প্রায় অদৃশ্য ছিলেন। ফের ‘অ্যানিম্যাল’ ছবির সাফল্যে ফিরে এসেছেন লাইমলাইটে! বরাবর অ্যাকশন হিরো হিসেবেই নিজের ইমেজ তৈরি করেছেন ববি দেওল। তবে পর্দার এহেন নায়কেরও শৈশবে রয়েছে অজানা 'রহস্য'।
সম্প্রতি ববি তাঁর শৈশব নিয়ে এক খোলামেলা সাক্ষাৎকার দেন। সেখানেই অভিনেতা এমন এক অজানা তথ্য প্রকাশ করেছেন যা অনেককেই অবাক করেছে। অভিনেতা জানিয়েছেন, তিনি ১৪ বছর বয়স পর্যন্ত নিজের মা-বাবার সঙ্গেই ঘুমিয়েছেন। একটি অনুষ্ঠানে নিজের পারিবারিক জীবনের প্রসঙ্গে ববি বলেন, “আমাদের পরিবার ছিল খুবই ঘনিষ্ঠ। আমি আমার বাবা-মা ও ভাই-বোনদের সঙ্গে এক বাড়িতেই থাকতাম। ছোটবেলায় আলাদা ঘরের তেমন সুযোগ ছিল না, তাই আমি দীর্ঘদিন বাবা-মার সঙ্গেই ঘুমাতাম। আজও সেই দিনগুলো আমার কাছে ভীষণ মূল্যবান।”
আরও পড়ুনঃ আরবাজকে 'ঘৃণা' করেন সলমন! পিছনে কোন রহস্য? ফাঁস করলেন 'দাবাং' পরিচালক অভিনব কাশ্যপ
ববি আরও জানিয়েছেন, তিনি এখনও অন্ধকারে থাকতে পছন্দ করেন না। এর কারণ হিসেবে তিনি বলেন, “আমার বাবা ঘুমানোর সময় সবসময় ঘরে হালকা আলো জ্বালিয়ে রাখতেন। হয়তো ছোটবেলা থেকে সেটাই আমার অভ্যাস হয়ে গেছে। এখনও যদি পুরো ঘর অন্ধকার থাকে, আমি অস্বস্তি বোধ করি।”

এই সাক্ষাৎকারে ববি তাঁর পরিবারের প্রতি ভালোবাসা ও অটুট বন্ধনের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। অভিনেতার কথায়, “আমাদের পরিবারের বন্ধনটাই আমাদের শক্তি। আমরা একে অপরের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি, আর এই সম্পর্কই আমাকে আজকের জায়গায় এনে দিয়েছে।” ববির এই খোলামেলা মুগ্ধ তাঁর ভক্তরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ববির সরলতা ও পারিবারিক মূল্যবোধের প্রশংসা করছেন।
বর্তমানে ববির সাম্প্রতিক কাজ ‘দ্য ব্যা*ডস অফ বলিউড’ নিয়ে তোলপাড় চলছে নেটপাড়া। শীঘ্রই আসছে আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ এবং রাজনৈতিক অ্যাকশন থ্রিলার ‘জন নয়গণ’।
