আজকাল ওয়েবডেস্ক: বনি ব্লু। জন্ম ১৯৯৯। স্টাফলফোর্ডের মেয়ে। একটা সময় পরে যথেষ্ট পরিচিত মুখ হয়ে ওঠেন প্রাপ্তবয়স্ক ভিডিও বানানোর কারণে। ওনলি ফ্যান নামক ওই প্ল্যাটফর্মে ভিডিও বানানোর আগে, বনি ওয়েবক্যাম মডেল হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। পরপর একাধিক কারণে শিরোণামে আসার পর বনি যা চ্যালেঞ্জ ছুঁড়ে বসেছিলেন, তাতে ওনলি ফ্যান নামক ওই প্ল্যাটফর্ম তাঁর অ্যাকাউন্টটিও পাকাপাকিভাবে বন্ধ করে দিয়েছে। এদিকে এসবের মাঝেই নাকি ঘরও ভেঙেছে যুবতীর। সবকিছু মিলিয়ে, দীর্ঘদিন যৌন আবেদন এবং অ্যাডাল্ট ভিডিও বানানোয় পটু বনি নাকি এখন আর স্বাভাবিক সম্পর্কেও আর লিপ্ত হতে চাইছেন না। শারীরিক, মানসিক কোনওভাবেই কোনও সম্পর্কে আবদ্ধ করতে চাইছেন না নিজেকে। 

বনি ব্লু-র সাম্প্রতিক একটি সাক্ষাৎকার ঘিরে ঠিক সেই কারণেই তোলপাড়। কারণ যৌনতা থেকে বিচ্ছেদ, একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। কী বলছেন? 

ইউএস উইকলি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, প্রাপ্তবয়স্কদের জন্য কন্টেন্ট প্রস্তুতকারক বনি ব্লু সাক্ষাৎকারে জানিয়েছেন, স্বামী এবং ম্যানেজার অলি ডেভিডসনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর, আর নতুন করে কোনও সম্পর্কে জড়াতে চান না তিনি।

আরও পড়ুন: 'বাণিজ্য করব না কিন্তু...', ভারত-পাকিস্তানের মতোই আবার দু’ দেশের মাঝে নাক গলালেন ট্রাম্প! হুমকির ফলাফল কী

২০২৫ সালের একেবারে শুরুর দিকে হইচই পড়ে বনির এক দাবি নিয়ে। জানুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন একটি ভিডিও। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা পোস্টে বনি দাবি করেন, তিনি ১২ঘণ্টায় বিছানায় সঙ্গ দিয়েছেন ১০৫৭জন পুরুষকে। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি ভিডিওতে বলা সংখ্যা সম্পর্কে নিশ্চিত করেন, অর্থাৎ তিনি যে সংখ্যক পুরুষের কথা বলেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে, তা সত্য। বনির ওই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই একপ্রকার হইচই পড়ে যায়। নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেন। একই সঙ্গে সমালোচনা-আলোচনার মাঝেই জানা যায় বনি ওই কাজের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ে তুলেছেন । এর আগে, ২০০৪ সালে লিসা স্পার্কসের একদিনের শয্যাসঙ্গী ছিল ৯১৯।  ২০২৫-এ এসে সেই রেকর্ড ভাঙেন বনি।

মূলত ১৮-১৯ বছরের তরুণরাই বনির ‘টার্গেট অডিয়েন্স’। তিনি মনে করেন এই ধরনের প্রাপ্তবয়স্ক ভিডিও, সত্যি নয়, আবার শিক্ষামূলকও নয়। জানা গিয়েছে, প্রাপ্তবয়স্ক ভিডিও বানানোর আগে, তিনি চাকরিতে নিয়োগের কাজ করতেন। এর আগে নানা সময়ে, একাধিক ভিডিও শেয়ার করে বনি জানিয়েছেন, কীভাবে এই কাজ করেন, কত টাকা রোজগার করেন, কীভাবে তাঁর দিন গুজরান হয়, মেকআপ কেনেন কোথা থেকে, কত টাকা দিয়ে, সেসব শেয়ার করেছেন। 

তারপরেই বনি জানান, আর হাজার নয়, এবার যৌনতায় মাততে চান দু’ হাজার পুরুষের সঙ্গে। জানা যায়, তাঁর এই ঘোষণার পরেই ওনলি ফ্যানস প্ল্যাটফর্ম বনির অ্যাকাউন্ট পাকাপাকিভাবে বন্ধ করে দিয়েছে। গ্রহণযোগ্য ব্যবহার নীতি লঙ্ঘনের জন্য স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছিল
তাঁর অ্যাকাউন্টটি। একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর, আচমকা নিষেধাজ্ঞার কারণে বেশ ক্ষতির মুখে পড়েন অ্যাডাল্ট কন্টেন্ট তারকা। যদিও তিনি এখন অন্যত্র ভিডিও বানান বলেও খবর। 

সম্প্রতি টাইমস ম্যাগাজিনকে দেওয়া  সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আপাতত প্রেম এবং ডেটিং থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। তাঁর কেরিয়ারের সঙ্গে প্রেম, মানসিক সম্পর্ক বজায় রাখার বিষয়টি বেশ কঠিন বলেই একটা সময় পরে বুঝতে পেরেছেন তিনি। 

ডেইলি স্টারের আরেকটি প্রতিবেদন অনুসারে, মাত্র ১৩ বছর বয়সে বনির সঙ্গে অলি ডেভিডসনের দেখা হয়। বেশ কয়েকবছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করেন তাঁরা। বিয়ে টেকেনি। যদিও বনি বারেবারেই জানিয়েছেন বিয়ে ভেঙে যাওয়ার পিছনে কাজ দায়ী নয়। তিনি এও জানিয়েছেন, তাঁর এবং তাঁর প্রাক্তন স্বামীর সম্পর্ক এখনও বেশ ঘনিষ্ঠ। প্রাক্তন, প্রাক্তন স্ত্রীর ‘বিহাইন্ড দ্য ক্যামেরা’ নানা কাজে বেশ সাহায্য করেন বলেও জানা গিয়েছে।