এক সময় বলিউডের সবচেয়ে হট কাপল ছিলেন তাঁরা — দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপুর। বহু বছর পরে ফের এক ফ্রেমে দেখা গেল এই প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে, সেটাও হঠাৎ করেই মুম্বই বিমানবন্দরে! শনিবার সকালে হঠাৎ করেই দু’জনেই হাজির হন মুম্বই বিমানবন্দরে — মাত্র কয়েক মিনিটের ব্যবধানে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁদের ভিডিও ও ছবি, যা দেখে নেটিজেনদের একটাই প্রতিক্রিয়া — “ উফ! রসায়নটা এখনও অটুট।”

একটি ভিডিওয় দেখা যায়, ধূসর কো-অর্ড সেট ও সাদা জুতো পরে বিমানবন্দরে পৌঁছন দীপিকা। গাঢ় সানগ্লাসে তাঁর কুল লুক নজর কাড়ে সকলের। কিছুক্ষণের মধ্যেই হাজির হন রণবীর, কালো পোশাকে, সর্বদা মতোই স্টাইলিশ মুডে। পাপারাজ্জিদের দিকে হাত নেড়ে গেটের দিকে এগোচ্ছিলেন তিনি।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Manav Manglani (@manav.manglani)
ঠিক তখনই দীপিকা গলফ কার্টে চেপে বিমানবন্দরের লাউঞ্জের দিকে রওনা দিয়েছিলেন, রণবীর দূর থেকে তাঁকে দেখেই হাত নেড়ে অভিবাদন জানালেন। দেখামাত্র তখনই দীপিকা গাড়িটা থামিয়ে দিলেন। রণবীর এগিয়ে এসে বসলেন তাঁর পাশে। আর তারপরেই— সেই হাসি, সেই চোখের ঝলক, আর এক উষ্ণ আলিঙ্গন— যা কয়েক সেকেন্ডেই ভাইরাল পুরো নেটপাড়ায়। কার্ট এগিয়ে যেতে যেতে দু’জনকে কথা বলতে দেখা যায়— একেবারে পুরনো দিনের মতোই মিষ্টি এক ফ্রেমে ধরা পড়ল বলিউডের এই প্রাক্তন জুটি!