সম্প্রতি দিশা পাটানির বাড়ির বাইরে গুলি চালানো হয়। দিশার দিদি খুশবু পাটানির আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ জি মহারাজকে করা নিয়ে মন্তব্যের প্রতিশোধ নিতেই এই হামলা বলে জানানো হয় ফেসবুকে। দুই ব্যক্তি সেই হামলার দায়ভারও নেয়। পোস্টটি হিন্দিতে লেখা হয়েছিল, যেখানে সরাসরি দু’জনের নাম—বীরেন্দ্র চারণ এবং মহেন্দ্র সরণ উল্লেখ করা হয়েছে এবং ফিল্ম ইন্ডাস্ট্রিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এখন দিশা পাটানির বাবা জগদীশ পাটানি মেয়ের পক্ষে কথা বলেছেন এবং জানিয়েছেন যে তাঁর মন্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে।
জগদীশ পাটানি বলেন, “…খুশবুকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। প্রেমানন্দ জি মহারাজের প্রসঙ্গে তার নাম টেনে আনা হয়েছে। আমরা সনাতনী, আমরা সাধু-সন্তদের সম্মান করি। কেউ যদি তার বক্তব্যকে বিকৃত করে দেখায়, তবে সেটি আমাদের অপমান করার ষড়যন্ত্র।”
পোস্টে কী লেখা ছিল?
‘আমি, বীরেন্দ্র চারণ, মহেন্দ্র সরণ (ডেলানা)। ভাইয়েরা, আজ খুশবু পাটানি/দিশা পাটানি (বলিউড অভিনেত্রী)-এর বাড়িতে (ভিলা নং ৪০, সিভিল লাইনস, বরেলি, উত্তরপ্রদেশ) যে ফায়ারিং হয়েছে, তা আমরা করিয়েছি। তিনি আমাদের পূজ্য সন্ন্যাসী প্রেমানন্দজি মহারাজ ও অনিরুদ্ধাচার্যজি মহারাজকে অপমান করেছেন। তিনি আমাদের সনাতন ধর্মকে তুচ্ছভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছেন। আমাদের দেব-দেবীর অপমান কোনওভাবেই সহ্য করা হবে না। এটি ছিল কেবল একটি ট্রেলার। পরের বার যদি তিনি বা কেউই আমাদের ধর্মের প্রতি অসম্মান দেখায়, তাহলে তাদের বাড়িতে কেউ বাঁচবে না।
এই বার্তা শুধু তাঁর জন্য নয়, বরং চলচ্চিত্র জগতের সমস্ত শিল্পী এবং তাঁদের সঙ্গে যুক্ত সকলের জন্য। ভবিষ্যতে যাঁরা আমাদের ধর্ম এবং সন্ন্যাসীদের বিরুদ্ধে এ রকম অপমানজনক কাজ করবেন, তাঁরা ফল ভোগের জন্য প্রস্তুত থাকুন। আমাদের ধর্ম রক্ষা করতে আমরা যে কোনও সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। আমরা কখনও পিছু হটব না। আমাদের কাছে ধর্ম এবং সমাজ এক, আর সেগুলো রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য।’
প্রাক্তন আর্মি অফিসার খুশবু সম্প্রতি ধর্মীয় বক্তা অনিরুদ্ধাচার্য মহারাজের লিভ-ইন সম্পর্ক নিয়ে করা মন্তব্যের কড়া সমালোচনা করেন। কিন্তু অনেকেই ভুল বুঝে ধারণা করেন, তিনি নাকি প্রেমানন্দ জি মহারাজের সেই বক্তব্যকে প্রশ্ন করছেন, যেখানে তরুণদের একাধিক সম্পর্কে জড়ানো নিয়ে মন্তব্য করেছিলেন এই বিভ্রান্তির কারণে খুশবুকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রোল করা শুরু হয়। পরে তিনি একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানান, যদি এই ট্রোলিং বন্ধ না হয়, তবে তিনি আইনি পদক্ষেপ করবেন।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে বরেলির সিভিল লাইনস এলাকায় দিশা পাটানির বাড়ির বাইরে গুলি চালানো হয়। একাধিক রাউন্ড গুলি করা হয় এবং ভোর সাড়ে চারটের দিকে দু’টি রাউন্ড আকাশে ফায়ার করা হয়। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।
