আজকাল ওয়েবডেস্ক: দীপাবলি-দিওয়ালি। দেখতে দেখতে কালী পুজো পেরিয়ে গেল। তবে গত কয়েকদিন ধরে, বেশ চর্চায় একাধিক সংস্থার দিওয়ালি বোনাস। কোন সংস্থা তাদের কর্র্মীদের দিওয়ালিতে কী কী বোনাস, উপহার দিয়েছে, তা নিয়ে বেশ বিস্তর আলোচনা। এক সংস্থার ট্রলি তো অন্য সংস্থার বিলাসবহুল গাড়ি।

কিন্তু এই বিভাগের কর্মীরা, দিওয়ালি বোনাস পাননি। আর তাতেই চটলেন বেজায়। রাগে-ক্ষোভে এমন সিদ্ধান্ত নিলেন, তাতে কয়েক ঘণ্টায় ক্ষতি হয়ে গেল বিশাল অঙ্কের। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ফতেহাবাদ টোল প্লাজায় হাজার হাজার যানবাহন টোল-ফি না দিয়েই নিশ্চিন্তে টোল প্লাজা পেরিয়ে গিয়েছে। কেন এই ঘটনা ঘটেছে? জানা গিয়েছে, দীপাবলি বোনাস না পাওয়ার প্রতিবাদে কর্মীরা ধর্মঘট ডাকেন, বহু কর্মী সেই ধর্মঘটে যোগদান করেন এবং সিদ্ধান্ত নেন, তাঁরা যখন ধর্মঘটে বসবেন, তখন খুলে দেবেন টোল প্লাজা। অর্থাৎ নির্দিষ্ট অঙ্কের কর না দিয়েই অবাধে যাতায়াত করতে পারবে যানবাহনগুলি। হয়ও তাই।

আরও পড়ুন: পাঁচ কোটি টাকা খরচ করে সাতটি বিএমডব্লিউ কিনতে চায় লোকপাল, ডাকা হল টেন্ডারও, কী হবে এত গাড়ি দিয়ে

ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে একাধিক সূত্রে, এমন বেশকিছু ছবিতে দেখা গিয়েছে যে, যানবাহনগুলি কোনও কর পরিশোধ ছাড়াই টোল অতিক্রম করছে। কর্মীদের এই সিদ্ধান্তে কেন্দ্রের কয়েক ঘণ্টায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছে একাধিক মহল। 

 একইসঙ্গে উল্লেখ্য, এক্সপ্রেসওয়েটি উত্তরপ্রদেশের জন্য একটি প্রধান সড়ক হিসেবে কাজ করে। এটি আগ্রা এবং লখনউয়ের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করে। এবং যমুনা এক্সপ্রেসওয়ের মাধ্যমে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলের সঙ্গেও সংযোগ স্থাপন করে।

এই ঘটনা প্রসঙ্গে, সেখানকার এক কর্মী সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি গত এক বছর ধরে সংস্থার সঙ্গে কাজ করছেন। কিন্তু দীপাবলিতে তাঁদের কোনও বোনাস দেওয়া হয়নি। কঠোর পরিশ্রমের পরেও সময়মতো বেতন পান না বলেও অভিযোগ তুলেছেন তাঁরা।

 

দিওয়ালি বোনাস প্রসঙ্গে বেশ হইচই পড়ে চণ্ডীগড়ের এক সংস্থার উপহার দেখে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ে। সেখানকার এক ফার্মা কোম্পানি দীপাবলি উপলক্ষে সব কর্মীদের এস ইউ ভি গাড়ি উপহার দিয়েছে। ৫১টি এস ইউ ভি গাড়ি উপহার দেওয়া হয়েছে উৎসবের আবহে। এমআইটিস গ্রুপের ফাউন্ডার ও চেয়ারপারসন এমকে ভাটিয়ে দীপাবলি উপলক্ষে স্করপিও গাড়ি উপহার দিয়েছেন কর্মীদের।  

 

কর্মীদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়ার ভিডিওটি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দীপাবলির আবহে হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। চণ্ডীগড়ে ধুমধাম করে এই সংস্থা দিওয়ালি উদযাপন করে।‌ এরপরেই কাজে অত্যন্ত দক্ষ কর্মীদের উপহারে ভরিয়ে দেন কোম্পানির প্রধান। স্করপিও গাড়ির চাবি তুলে দেন কর্মীদের হাতে। মোট ৫১টি স্করপিও গাড়ি উপহার দেওয়া হয়েছে চলতি বছরে।  

 

কোম্পানির প্রধান ভাটিয়ার পথচলাও চমকে দেওয়ার মতো। ২০০২ সালে দেউলিয়া হয়ে গিয়েছিলেন। তাঁর মেডিক্যাল স্টোর ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। ২০১৫ সালে এমআইটিস-র হাত ধরে আবারও সাফল্যের মুখ দেখেন। বর্তমানে তাঁর নামেই ১২টি কোম্পানি রয়েছে। হরিয়ানার পঞ্চকুলা জেলাতেই এই কোম্পানির মূল ব্রাঞ্চ। আগেই তিনি পরিকল্পনা করেছিলেন, দেশের আরও একাধিক শহরে এই কোম্পানির ব্রাঞ্চ খুলবেন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও কোম্পানির ব্রাঞ্চ খোলার পরিকল্পনা রয়েছে তাঁর।