নিজস্ব সংবাদদাতা: টিআরপির ওঠা পড়ায় অল্প দিনেই শেষ হচ্ছে ধারাবাহিক। ধারাবাহিকের মেয়াদ কমলেও নিত্য নতুন ট্যুইস্ট আসায় জমছে গল্প। সেই সঙ্গে চ্যানেলগুলোয় আসছে নতুন ধারাবাহিকও। কোথাও ফিরছেন চেনা মুখ,কোথাও আবার আসছেন নতুন নায়ক-নায়িকা। 

 

স্টার জলসায় আসছে আবারও নতুন ধারাবাহিক। সূত্রের খবর এই ধারাবাহিকে প্রথমবার জুটি বাঁধছেন ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহা। প্রযোজনায় 'ব্লুজ প্রোডাকশন হাউজ'। বহুদিন ধরেই ছোটপর্দায় তৃণার ফেরার খবর আসছিল। এবার জল্পনা সরিয়ে ইন্দ্রজিতের সঙ্গে জলসার পর্দায় ফিরছেন নায়িকা। 

 


ধারাবাহিক থেকে ওটিটি, এমনকী বড়পর্দায় দর্শকের নজর কেড়েছেন তৃণা। অন্যদিকে, কিছুদিন আগে মুক্তি পাওয়া প্রতীম ডি গুপ্তর 'চালচিত্র'-এ অভিনয় করে প্রশংসিত হয়েছেন ইন্দ্রজিৎ। ছোটপর্দায় দুই নায়ক-নায়িকার ফেরার অপেক্ষায় ছিলেন দর্শক। তৃণাকে শেষবার দেখা গিয়েছিল 'লাভ বিয়ে আজকাল'-এ। সান বাংলার 'সাথী'-তে নায়কের চরিত্রে দর্শক শেষ দেখেছেন ইন্দ্রজিৎকে। 

 


জানা যাচ্ছে, প্রেম জীবনের ওঠাপড়ায় বদলে যাওয়া সম্পর্কের সমীকরণকে কেন্দ্র করে গল্প বুনবে এই মেগা। ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রোমো শুটিং। এমনকী, স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডের প্রোমোতেও দেখা গিয়েছে ইন্দ্রজিৎ-তৃণার জুটিকে।