আজকাল ওয়েবডেস্ক: গত বছর থেকে জোর চর্চা ছিল। সেই চর্চার অবসান নয়া ঘোষণায়। ২০২৪ সালের মাঝামাঝি, আচমকা জানা যায় মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিনে নিয়েছে জনপ্রিয় প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের শেয়ার। জল্পনা ছিল, আম্বানি গোষ্ঠী নাকি একসঙ্গে দুটি প্ল্যাটফর্ম চালাতে রাজি নয়।  স্বাভাবিক ভাবেই প্রশ্ন ছিল, কী হবে এই প্ল্যাটফর্মের ভবিষ্যৎ? আর কী থাকবেই না হটস্টার? 

তবে, গত বছরেই জানা গিয়েছিল, মিলিয়ে দেওয়া হবে দুটি প্ল্যাটফর্মকে। কী হবে তার ফলাফল, তা জানা গেল সম্প্রতি। জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টারের মিলিত রূপে সামনে আসছে জিও স্টার। 

জিও স্টার নামের ওই প্ল্যাটফর্মের কথা সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে ইতিমধ্যে। তাতে লেখা হয়েছে, কী হবে, যখন বিনোদনের দুই দুনিয়া একসঙ্গে হয়ে যাবে? বিস্তারিত জানতে নজর রাখতে বলা হয়েছে। ডিজনি স্টার তাদের নতুন অধ্যায়ের সূচনার কথা জানাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ডিজনি স্টারের নাম ইতিমধ্যে রিনেইম করে জিও স্টার করা হয়েছে। 

নয়া প্ল্যাটফর্মে তাহলে কী কী দেখতে পাবেন দর্শকেরা? প্রশ্ন তা নিয়েও। জানা গিয়েছে, আগের মতোই শো, সিনেমা তো থাকছেই, সঙ্গেই থাকছে বিনোদন জগতের বহু কিছু। সূত্রের খবর জিও হটস্টারে টাটা ডাব্লিউপিএল দেখা যেতে পারে। জানা গিয়েছে, আপাতত ব্যবহারকারীরা বিনামূল্যে জিও স্টারের কন্টেন্ট দেখতে পাবেন। অর্থাৎ ব্যবহারকারীদের শো, সিনেমা বা লাইভ স্পোর্টস দেখার জন্য সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে না।


উল্লেখ্য, এই দুই প্ল্যাটফর্মের একত্রীকরণের আলোচনা চলছিল ২০২৪ সাল থেকেই।