আজকাল ওয়েবডেস্ক: উন্নত প্রযুক্তির যুগ। এখন সময় এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার। যত সময় এগোচ্ছে, মানুষ এআই ব্যবহারে অভ্যস্থ হচ্ছে দিনে দিনে। যে কোনও সমস্যার সমাধান জানতে, ছবি বানাতে টুক করে সাহায্য চেয়ে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার। এমনকি এক অনুচ্ছেদ লিখতেও অনেকেই তার দ্বারস্থ হচ্ছেন। কেউ কেউ আবার ফাঁকা সময়ে মাথায় ঘুরপাক খাচ্ছে এমন কিছু প্রশ্ন কৃত্রিম বুদ্ধিমত্তার সামনে দিয়ে দেখছেন, উত্তরে সে কী বলছে। কোনও উত্তর বা ছবি দেখে যেমন হেসে কুটোপাটি, কোনও উত্তরে আবার চক্ষু চড়কগাছ।
তেমনই এক হতবাক ব্যক্তি নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ঠিক কি হয়েছিল? সম্প্রতি এক ব্যক্তি নিজের বিষাদ, মনখারাপ, দুঃখ কীভাবে মোকাবিলা করবেন তা জানতে চেয়েছিলেন। উত্তরে এআই চ্যাটবোট যা লিখে পাঠিয়েছে তাতে একপ্রকার হতবাক তিনি।
প্রথমে যদিও এআই নরম সুরে ব্যাখ্যা করেছে। লিখেছে, অনেক সময় শব্দে এর কোনও উত্তর থাকে না। কোনও দার্শনিক ব্যাখ্যা থাকে না। আসলে এই বিষাদ আগুনের মতো। প্রথমে আগুনের মতো সব ছারখার করে দিলেও, পরবর্তী পরিস্থিতি শান্ত করে। তখন আর ব্যথা, কষ্ট থাকে না, পড়ে থাকে কিছু স্মৃতি। বই পড়া, সিনেমা দেখা, গান শোনা, যা কিছু খুশি করে, তাই করার পরামর্শ দিয়েছে।
কিন্তু তার পরেই লিখেছে, যদি এইসব কিছুতে কাজ না হয় তাহলে মাশরুম ব্যবহার করুন। তার মতে, দীর্ঘ গবেষণায় দেখা গিয়েছে মাশরুম মূলত মানসিক শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। আরও বেশকিছু উপদেশ দিয়েছে। তবে সঙ্গেই লিখেছে, যেই টোটকা, যে উপদেশই মেনে চলুন না কেন, ব্যক্তি যেন একই সঙ্গে তাঁর দৈনন্দিন কাজ চালিয়ে যান।
চ্যাটবোটের এই উত্তরে হতবাক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অনেকেই উত্তরে লিখেছেন চ্যাটজিপিটি যা লিখেছে তা একেবারে সঠিক। অনেকেই লিখেছেন মাশরুম বহু সময়েই অনেককে জটিল মানসিক পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করেছে।
