অবশেষে শেষ হল প্রতীক্ষা! আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এর মুক্তির দিন। মনোজ বাজপেয়ীও জানালেন তাঁর প্রত্যাবর্তনের খবর একেবারে নিজের ঢংয়ে। গুনগুনিয়ে উঠলেন, “আ…আসছি আমি!”

মঙ্গলবার এক মজাদার ভিডিওর মাধ্যমে এই সিরিজের নির্মাতারা জানালেন মুক্তির তারিখ। ভিডিওর শুরুতেই দেখা যায় প্রিয়মণিকে। তিনি দ্রুত গতিতে দর্শকদের মনে করিয়ে দিচ্ছেন গত চার বছরে কী কী বদলেছে! “মেয়ে কলেজে, ছেলে ব্যালে করছে, আর আমাদের তিওয়ারি চার বছর ধরে একটাই কাজ করছে,” বলেই হাসলেন তিনি।

এরপর দৃশ্যে প্রবেশ মনোজ বাজপেয়ীর। একেবারে আগের মতোই শ্রীকান্ত তিওয়ারির ছন্দে। দাঁতের ডাক্তারের চেয়ারে বসে হোক বা রান্নাঘরে, আবার কখনও জে কে তালপাড়ের (শরীব হাশমি) সঙ্গে খেতে বসে, সর্বত্রই তাঁর ঠোঁটে একটাই সুর, “আ…”! ভিডিওর শেষে তিনি ঘোষণা করেন, “আসছি আমি!” আর সঙ্গেই প্রকাশ পায় মুক্তির তারিখ, ২১ নভেম্বর ২০২৫।

 

 

 

এই সিজন লিখেছেন রাজ, ডিকে ও সুমন কুমার। সংলাপের দায়িত্বে সুমিত অরোরা। পরিচালনা করেছেন রাজ-ডিকে, সঙ্গে সুমন কুমার ও তুষার সৈঠও রয়েছেন পরিচালক হিসেবে।

নির্মাতাদের মতে, এই সিজনে বিপদ আরও গভীর, ঝুঁকি আরও ভয়ংকর। স্রিকান্ত এবার মুখোমুখি হতে চলেছেন দু’জন নতুন প্রতিপক্ষের। জয়দীপ আহলাওয়াত (রুক্মা) এবং নিমরৎ কৌর (মীরা)–র। ফিরে আসছেন আশ্লেষা ঠাকুর (ধৃতি তিওয়ারি), বেদান্ত সিনহা (অথর্ব), শ্রেয়া ধনওয়ন্তরী (জোয়া) এবং গুল পনাগ (সলোনি)–ও।

রাজ ও ডিকে বললেন, “দর্শকদের ভালবাসাই আমাদের সবথেকে বড় প্রেরণা। আমরা জানতাম তাঁদের অপেক্ষা দীর্ঘ, তাই এবার এমন এক সিজন আনতে চেয়েছি যা হবে আরও বড়, আরও টানটান, আরও রোমাঞ্চকর।” তাঁদের কথায়,“এইবার শিকারী হয়ে উঠবে শিকার। এমন এক হুমকি আসবে, যা কেবল স্রিকান্তের নয়, তাঁর পরিবারের অস্তিত্বকেও বিপন্ন করে তুলবে। ২১ নভেম্বর যখন নতুন সিজন আসবে, আমরা নিশ্চিত বিশ্বজুড়ে দর্শকরা আগের চেয়েও বেশি উত্তেজিত হয়ে উঠবেন।”

এই বছরের জুনে মুক্তি পেয়েছিল ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’–এর টিজার। শেষ দৃশ্যে জয়দীপ আহলাওয়াতের ছায়ামূর্তি নিয়েই ফ্যানদের মধ্যে জল্পনা ছড়ায়। মুখ ঢাকা থাকলেও চোখের তীব্রতায় তাঁকে চিনে ফেলেছিলেন দর্শকরা।