বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলি ক্যানসারের চিকিৎসার সময় নিজের কেশবিহীন একটি ছবি শেয়ার করেছেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তিনি জানান, ২০১৮ সালের নভেম্বরে তাঁর পেরিটোনিয়াল ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে এবার তিনি অস্ত্রোপচারের পরিবর্তে আবারও কেমোথেরাপি শুরু করেছেন।
রবিবার নাফিসা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘পজিটিভ পাওয়ার।’
অর্থাৎ কঠিন সময় হার মানতে নারাজ নাফিসা। জীবনের ইতিবাচকতার দিকে তাকিয়েই যেন লড়াই করছেন অভিনেত্রী। দিয়া মির্জা তাঁর সেই পোস্টের কমেন্টে নাফিসাকে ভালবাসা জানিয়েছেন। এছাড়া অভিনেত্রীর অনুরাগীও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এবং ইতিবাচক বার্তা পাঠাচ্ছেন।
১৬ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে নাফিসা লেখেন, ‘আজ থেকে আমার যাত্রার একটি নতুন অধ্যায় শুরু। গতকাল আমার পিইটি স্ক্যান হয়েছে… তাই অস্ত্রোপচার সম্ভব নয়, আবার কেমোথেরাপি শুরু করছি। বিশ্বাস করুন, আমি জীবনকে ভালবাসি।’
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Nafisa Ali Sodhi (@nafisaalisodhi)
চিকিৎসার কষ্ট এবং অস্বস্তি সত্ত্বেও নাফিসা আলি প্রায়ই তাঁর যাত্রার নানা মুহূর্ত শেয়ার করেন। কয়েকদিন আগে তিনি একটি পোস্ট করেন, যেখানে দেখা যায় তাঁর নাতনিরা কেমোথেরাপির কারণে চুল পড়ার সঙ্গে মোকাবিলা করতে তাঁকে সাহায্য করছে।
ভিডিওতে দেখা যায়, তাঁর নাতনিরা নিজের হাতে ধীরে ধীরে নাফিসার চুল কেটে দিচ্ছে। কষ্টকর অভিজ্ঞতা হলেও কাছের মানুষদের ভালবাসায় শক্তি খুঁজে পেয়েছেন নাফিসা। ভেঙে না পড়ে হাসিমুখে সব পরিবর্তনকে মেনে নিয়েছেন। সেই মুহূর্ত শেয়ার করে নাফিসা লিখেছেন, ‘শেষ পর্যন্ত, আমার ছোট্ট ছোট্ট নাতনিরা আমার চুল পড়া মোকাবিলায় সাহায্য করল।”
নাফিসা ইনস্টাগ্রাম পোস্টে যদিও তাঁর ক্যানসার সম্পর্কিত বেশি তথ্য প্রকাশ করা হয়নি, তবে তাঁর ফেসবুক পোস্টে একটি স্ক্যানের ছবি এবং একটি আর্টিকেলের স্ক্রিনশট শেয়ার করা হয়েছিল। সেই আর্টিকেলটিতে স্টেজ ৪ ক্যানসার, এর অগ্রগতি এবং বেঁচে থাকার হার নিয়ে আলোচনা ছিল, যা ইঙ্গিত দেয় যে নাফিসার ক্যানসার সম্ভবত স্টেজ ৪–এ পৌঁছে গিয়েছে। তবে নাফিসা তাঁর স্বাস্থ্য সংক্রান্ত অন্য কোনও তথ্য প্রকাশ করেননি।
২০২০ সালে নাফিসা জানান যে, তিনি লিউকোডার্মাতে আক্রান্ত হয়েছেন। তখন তিনি কেমোথেরাপির সময় ত্বকে সাদা দাগ লক্ষ্য করেছিলেন।
নাফিসা অভিনয় জগতে পা রাখেন ১৯৭৯ সালের শ্যাম বেনেগাল পরিচালিত ‘জুনুন’ ছবির মাধ্যমে। সেখানে তিনি অভিনয় করেছিলেন শশি কাপুরের সঙ্গে।
সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল ২০২২ সালের উঁচাই ছবিতে, যা পরিচালনা করেছিলেন সুরাজ বরজাতিয়া। ছবিতে নাফিসার সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি, পারিনীতি চোপড়া, নীনা গুপ্তা, সারিকা এবং ড্যানি ডেনজংপা।