বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলি ক্যানসারের চিকিৎসার সময় নিজের কেশবিহীন একটি ছবি শেয়ার করেছেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তিনি জানান, ২০১৮ সালের নভেম্বরে তাঁর পেরিটোনিয়াল ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে এবার তিনি অস্ত্রোপচারের পরিবর্তে আবারও কেমোথেরাপি শুরু করেছেন।
রবিবার নাফিসা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘পজিটিভ পাওয়ার।’

অর্থাৎ কঠিন সময় হার মানতে নারাজ নাফিসা। জীবনের ইতিবাচকতার দিকে তাকিয়েই যেন লড়াই করছেন অভিনেত্রী। দিয়া মির্জা তাঁর সেই পোস্টের কমেন্টে নাফিসাকে ভালবাসা জানিয়েছেন। এছাড়া অভিনেত্রীর অনুরাগীও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এবং ইতিবাচক বার্তা পাঠাচ্ছেন।

১৬ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে নাফিসা লেখেন, ‘আজ থেকে আমার যাত্রার একটি নতুন অধ্যায় শুরু। গতকাল আমার পিইটি স্ক্যান হয়েছে… তাই অস্ত্রোপচার সম্ভব নয়, আবার কেমোথেরাপি শুরু করছি। বিশ্বাস করুন, আমি জীবনকে ভালবাসি।’

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Nafisa Ali Sodhi (@nafisaalisodhi)