আজকাল ওয়েবডেস্ক: জলের নীচে নাকি বিছিয়ে দেওয়া হবে বিশাল আকারের পর্দা। আর তাতেই সমাস্যার সমাধান! যে বিষয় নিয়ে দীর্ঘ সময় ধরে আশঙ্কায়-চিন্তায় বিজ্ঞানীরা, তথ্য বলছে সমাধান হিসেবে খুঁজে পাওয়া গিয়েছে পর্দা বিছিয়ে দেওয়াকেই।
কথা হচ্ছে আন্টার্কটিকার ডুমসডে হিমবাহ নিয়ে। মারফি থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে অবস্থান তার। গত কয়েকবছর ধরেই এই হিমবাহের দ্রুত গলে যাওয়া নিয়ে কপালে ভাঁজ বিজ্ঞানীদের। আয়তনে এটি বিশ্বের অন্যতম বৃহৎ হিমবাহ, তথ্য বলছে সময়ের থেকে অতি দ্রুত হারে গলছে তা। কারণ হিসেবে কাঠগড়ায় বিশ্ব উষ্ণায়ন। আশঙ্কা এই হিমবাহ গলতে শুরু করতে, আর পরিত্রাণ নেই। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে মুহূর্তে জলের তলায় যাবে বিশ্বের বহু শহর-রাস্তা। আমেরিকার পূর্ব উপকূলে স্থায়ী বন্যা পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। পরিত্রাণের উপায় খুঁজতে দীর্ঘ গবেষণাও চলেছে।
জানা যাচ্ছে, দীর্ঘ গবেষণার পর মিলেছে সমাধানও। বিজ্ঞানীরা এবার হিমবাহের গলে যাওয়া আটকাতে জলের তলায় বিছিয়ে দেবেন বিরাট পর্দা। ঠিক কীভাবে হবে এই কাজ? বিজ্ঞানীরা স্থির করেছেন, সমুদ্রের জলের উপর, কৃত্রিম হিমবাহের পর্দা বিছিয়ে দেওয়া হবে। একই সঙ্গে নজর রাখা হবে, যাতে ডুমসে হিমবাহের ভিতরে গরম জল প্রবেশ করতে না পারে কোনওভাবেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, ডুমসের পার্শবর্তী এলাকা ঠান্ডা রাখার প্রচেষ্টা চালানোর পরিকল্পনা রয়েছে। তাতে হিমবাহ গলে যাবে না।
ভূ-পদার্থ বিজ্ঞানের অধ্যাপক, গবেষকরা মনে করছেন এখন থেকেই কাজ শুরু করে দেওয়া উচিত। যদিও এই ভাবনা বাস্তবায়িত করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল বলে মনে করা হচ্ছে।
