বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত ফের খবরের শিরোনামে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন গান ‘জরুরত’, আর সেই প্রচারের মাঝেই রাখি ধরা দিলেন একেবারে ঝলমলে অবতারে। মাথায় সোনার হেডপিস, গলায় রুপোলি নেকলেস। সব মিলিয়ে যেন গয়নার পাহাড়! রাখির দাবি, হেডপিসটির দাম ৫০ কোটি টাকা, নেকলেসের দাম ২০ কোটি। মোট, মোটে ৭০ কোটির গয়না শরীরে! এরপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর জবাব, “আমি উর্বশী রাউতেলার মতো মিথ্যে বলি না।”

 

 

আরও পড়ুন: ‘সীতা’রূপী রূপাঞ্জনাকে এইসব করতে বলা হত! ‘হেনস্থা’কারী পরিচালককে তোপ, পাশাপাশি ধারাবাহিকের শুটিং পরিবেশ নিয়েও বিস্ফোরক অভিনেত্রী

 

এক পাপারাজ্জি সেই সময়ে রাখিকে জিজ্ঞেস করে বসলেন, উর্বশীর সঙ্গে তাঁর কোনও প্রতিযোগিতা আছে কি না। শোনামাত্রই খানিক বিস্মিত হয়ে রাখির উত্তর, “আপনার মগজ কি হাঁটুতে আছে? আমার তুলনা করুন ব্রিটনি স্পিয়ার্স, জেনিফার লোপেজ, শাকিরা, প্যারিস হিলটন বা কিম কার্দাশিয়ানের সঙ্গে। তা না করে বারবার ওই এক নামেই আটকে যান কেন?” তারপর হেসে যোগ করলেন, “ওর গান ছিল ‘আবিদি দাবিদি’, কিন্তু সেটা এখন ‘দাবিদি দাবিদি’ হয়ে গিয়েছে!” এরপর হঠাৎই সেই অনুষ্ঠানেই মঞ্চে আলো নিভে যায়। দেখেই উর্বশীর নাম না করে রাখির খোঁচা, “ওটা এতটা অখাদ্য গান ছিল নাকি?”

 

উল্লেখ্য, উর্বশী  রাউতেলা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিজের দামি গয়না ও বিলাসবহুল পোশাক প্রদর্শন করেন। চলতি বছরের শুরুতে ‘ডাকু মহারাজ’ ছবির প্রচারে এক সাক্ষাৎকারে হিরের ঘড়ি পরে হাজির হওয়ায় তাঁকে নেটিজেনরা ট্রোল করেছিলেন। এমনকি ২০২৪ সালে নিজের জন্মদিনে তিনি ২৪ ক্যারাট সোনার কেক কেটেছিলেন!

 

অন্যদিকে রাখির নতুন গান ‘জরুরত’–এ সঙ্গীত ও কণ্ঠ দিয়েছেন সইফ আলি, গানের কথা আয়ুষের। ভিডিওতে রাখি রোম্যান্স করেছেন অভিনেতা শাবাজ খানের সঙ্গে। মিউজিক লেবেল এ বি বনশল মিউজিক–এর কথায়, “এই প্রেমের গান দুই হৃদয়ের গভীর টান আর একে অপর ছাড়া বাঁচতে না পারার অনুভূতিকে সুন্দরভাবে তুলে ধরে।”

 

অন্যদিকে, উর্বশি রাউতেলার হাতে এখন ‘কসুর ২’, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করছেন আফতাব শিবদাসানি ও  জাসসি গিল। গ্লেন বারেটো পরিচালিত এবং মুদাস্সার আজিজ রচিত এই হরর-ড্রামার শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে, তবে মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি।