আজকাল ওয়েবডেস্ক: বিভিন্ন কাজে, বিভিন্ন সময় লোন নিয়ে থাকেন মানুষ, বলা ভাল অনেকসময় বড় কোনও কাজের জন্য লোন নিতেই হয় বহু মানুষকে। ব্যক্তিগত ঋণ নেওয়ার অনেক কারণ থাকে। কিন্তু আপনি কি জানেন কেবল পড়াশোনা, কিংবা বাড়ি কেনা-বানানোর জন্য নয়, পুরনো বাড়িকে মনের মতো সাজাতেও লোন নেওয়া যেতে পারে?  অভিজ্ঞরা বলছেন, বাড়ি সংস্কার, সাজানো আসলে বিনিয়োগ হিসেবেই দেখা হয়। সেক্ষেত্রে এই বিষয়ে ব্যক্তিগত লোন নিলে তাতে অসুবিধে হয় না। 

কী উপায়ে বাড়ি সংস্কারের জন্য ব্যক্তিগত লোন নিলে, তার কোনও নেতিবাচক প্রভাব পড়বে না?

ধরুন আপনার হোম-লোন নেওয়া হয়েছে ইতিমধ্যে। বাড়ি কেনার জন্য কিংবা বানানোর জন্য ইতিমধ্যে ওই লোন নিয়েছেন। কিন্তু বাড়ির সজ্জার জন্য প্রয়োজন আরও টাকা। তখন ব্যক্তিগর লোন নিয়ে বাড়ির বাকি কাজ করা যেতে পারে। 


কিংবা ধরা যাক, আপনি একটি বাড়ি কিনেছেন। কিন্তু ওই বাড়িকে নিজের মনের মতো এবং বাসযোগ্য করতে বড় অঙ্কের টাকা প্রয়োজন। সেক্ষেত্রে হোম-লোনের বদলে ব্যক্তিগত লোন নেওয়া যেতে পারে। 


ধরুন আপনার একটি বাড়ি রয়েছে ইতিমধ্যে। সেই বাড়ি থেকেই রোজগারের পরিকল্পনা। অর্থাৎ ভাড়া দেবেন ওই বাড়ি। কিন্তু তার আগে অল্প-বিস্তর বদল আনার ইচ্ছে রয়েছে। সেক্ষেত্রে ব্যক্তিগত লোন প্রধান উপায় হতে পারে। 

এছাড়া, ধরা যাক আপনি পুরনো বাড়ি বিক্রি করে দিতে চাইছেন। বড় অঙ্কের টাকার বিনিময়ে বাড়ি বিক্রির আগে বেশকিছু জায়গায় টুকিটাকি সংস্কার প্রয়োজন। সেক্ষেত্রে হোম-লোনের বদলে ব্যক্তিগত লোন নিয়ে, সংস্কার করতে পারেন।