অভিনয়ে তিনি কতটা দক্ষ, তার স্বাক্ষর আগেই রেখেছেন। এবার পালা পরিচালনার। নতুন ছবি তৈরি করতে চলেছেন কৌশিক এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের পুত্র উজান গঙ্গোপাধ্যায়। সেই খবর প্রথম জানাচ্ছে আজকাল ডট ইন।

উজান শুধু পরিচালকই নন, নিজের ছবিতে অভিনয় করবেন টলিউডের উচ্চশিক্ষিত এই ‘স্টারকিড’। হাতেখড়ি হবে আরও এক নতুন মুখের। সঙ্গীতজগতে তিনি যদিও এখন পরিচিত নাম। গায়িকা রাপূর্ণা ভট্টাচার্য হতে চলেছেন নায়িকাও। নেটমাধ্যমে পরিচিত মুখ রাপূর্ণা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতে তাঁর গান সেই খ্যাতির পালেই আরও হাওয়া লাগিয়েছে। শিবপ্রসাদ চট্টোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ ২’-এও গেয়েছেন প্রেমের গান। এবার পর্দায় এসে তাক লাগানোর অপেক্ষা।

জানা গিয়েছে, উজান পরিচালিত ছবির নাম হতে পারে ‘কাতুকুতু বুড়ো’। তবে এখনই তাতে চূড়ান্ত সিলমোহর পড়েনি। প্রেম এবং কমেডিকে ঘিরে ছবির গল্প আবর্তিত হলেও নাকি সেটিকে পুরোপুরি রমকম বলা যাবে না। থাকবে অন্যান্য উপাদানও। জুটিতে অভিনয় করবেন উজান-রাপূর্ণা। শীঘ্রই শুরু হবে ছবির কাজ।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Rapurna Bhattacharyya (@rapurna_bh)