অভিনয়ে তিনি কতটা দক্ষ, তার স্বাক্ষর আগেই রেখেছেন। এবার পালা পরিচালনার। নতুন ছবি তৈরি করতে চলেছেন কৌশিক এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের পুত্র উজান গঙ্গোপাধ্যায়। সেই খবর প্রথম জানাচ্ছে আজকাল ডট ইন।
উজান শুধু পরিচালকই নন, নিজের ছবিতে অভিনয় করবেন টলিউডের উচ্চশিক্ষিত এই ‘স্টারকিড’। হাতেখড়ি হবে আরও এক নতুন মুখের। সঙ্গীতজগতে তিনি যদিও এখন পরিচিত নাম। গায়িকা রাপূর্ণা ভট্টাচার্য হতে চলেছেন নায়িকাও। নেটমাধ্যমে পরিচিত মুখ রাপূর্ণা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতে তাঁর গান সেই খ্যাতির পালেই আরও হাওয়া লাগিয়েছে। শিবপ্রসাদ চট্টোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ ২’-এও গেয়েছেন প্রেমের গান। এবার পর্দায় এসে তাক লাগানোর অপেক্ষা।
জানা গিয়েছে, উজান পরিচালিত ছবির নাম হতে পারে ‘কাতুকুতু বুড়ো’। তবে এখনই তাতে চূড়ান্ত সিলমোহর পড়েনি। প্রেম এবং কমেডিকে ঘিরে ছবির গল্প আবর্তিত হলেও নাকি সেটিকে পুরোপুরি রমকম বলা যাবে না। থাকবে অন্যান্য উপাদানও। জুটিতে অভিনয় করবেন উজান-রাপূর্ণা। শীঘ্রই শুরু হবে ছবির কাজ।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Rapurna Bhattacharyya (@rapurna_bh)
উজান প্রথম বার বড় পর্দায় আসেন ২০১৮ সালে। পাভেল পরিচালিত ‘রসগোল্লা’ ছবির হাত ধরে। সেখানে তিনি ফুটিয়ে তুলেছিলেন নবীন চন্দ্র দাস–এর চরিত্রকে, যিনি রসগোল্লার জনক হিসাবে ইতিহাসে অমর। হাতেখড়িতেই উজানের পরিণত অভিনয় দর্শকের মন জয় করেছিল।
এরপর তিনি সহকারী পরিচালক হিসাবে বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘নগরকীর্তন’-এ। যা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এরপর উজান অভিনয় করেন কৌশিক পরিচালিত ‘লক্ষ্মী ছেলে’তে। এক তরুণ চিকিৎসকের ভূমকিয়া পর্দায় ছাপ ফেলেছিলেন তিনি।
মেধাবী ছাত্র উজান পাড়ি দিয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। তারপর ফিরে আসেন কলকাতায়। সব ছেড়ে মন দেন ক্যামেরার পিছনে কিংবা সামনে আসার জন্য। ধাপে ধাপে সেই স্বপ্নই পূরণ করছেন কৌশিক-পুত্র।
উজান-রাপূর্ণার ছবি কবে বড় পর্দায় আসবে, তা এখনও জানা যায়নি। তবে সেই ছবির হাত ধরেই যে আরও এক নতুন জুটি পাবে টলিউড, তা আলাদা করে বলে দিতে হয় না।
নেটমাধ্যমে গান গেয়ে পরিচিত মুখ রাপূর্ণা। তাঁর জনপ্রিয়তাও দেখার মতো। প্লেব্যাকেও প্রশংসা কুড়িয়েছেন গায়িকা। উজানের পরিচালনায় নায়িকা হিসাবে কোন চমক তিনি দেবেন, এখন সেটাই দেখার। পর্দায় দু’জনের রসায়ন নিয়েও দর্শকের আগ্রহে শেষ থাকবে না বলেই ধরে নেওয়া যায়।