আজকাল ওয়েবডেস্ক: জল্পনা নয়, পরপর পোস্ট দিচ্ছে খোদ হোয়াইট হাউস। সোশ্যাল মিডিয়া, এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্ট, যেন কাউন্ট ডাউন। একপক্ষের দিকে আঙুল। তাতে স্পষ্ট মূল বার্তা। স্পষ্ট, আর কিছুক্ষণেই অচল হয়ে পড়তে পারে গোটা মার্কিন প্রশাসন। ট্রাম্প সরকারের 'শাটডাউন' স্পষ্ট হচ্ছে ওই পোস্টগুলি থেকেই। জানা যাচ্ছে, বুধবার থেকেই, অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে পড়বে মার্কিন সরকার। কিন্তু আচমকা কেন এই পরিস্থিতি?

 

?ref_src=twsrc%5Etfw">September 30, 2025

জানা যাচ্ছে, এই গোটা ঘটনার পিছনে রয়েছে মঙ্গলবারের এক বৈঠক। মঙ্গলবার বৈঠক বসেছিল, কারণ ১ অক্টোবর থেকে মার্কিন মুলুকে শুরু হয় অর্থবর্ষ। গত অর্থ বর্ষের শেষদিনে অর্থাৎ ৩০ সেপ্টেম্বর নয়া অনুমোদন বিল প্রসঙ্গে একমত হতে পারেনি দুই পক্ষ। জানা গিয়েছে, রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা প্রশাসনের তহবিল সংক্রান্ত বলে একমত হতে পারেনি কোনও শর্তেই। 

?ref_src=twsrc%5Etfw">October 1, 2025

 

জানা গিয়েছে, বরাদ্দ তহবিলের নয়া বিল রিপাবলিকানরা পাশ করাতে চাইলেও, তাতে ভোট মেলেনি ডেমোক্র্যাটদের। পর্যাপ্ত ভোটের অভাবে ওই বিল প্রেসিডেন্টের টেবিল পর্যন্তই পৌঁছতে পারেনি বলে জানা যাচ্ছে হোয়াইট হাউস সূত্রে। কারণ সেনেটে বিল পাশ করানোর জন্য ১০০ সদস্যের মধ্যে প্রয়োজন অন্তত ৬০ জনের ভোট। সেখানে রিপাবলিকানদের সদস্য সংখ্যা কেবল ৫৩। ফলে নয়া বিল পাশে ব্যর্থ হয় তারা।