আজকাল ওয়েডেস্ক: ট্রাম্প ক্ষমতায় ফেরার পরেই একপ্রস্ত নিয়ম নিতির বদল ঘটিয়েছেন শুল্ক সংক্রান্ত বিষয়ে। চীনের সঙ্গে আমেরিকার দ্বন্দ্ব নিয়েও বিশ্ব বাজারে জোর আলোচনা হয়েছিল।
তবে সেসব কাটিয়ে বুধবার চুক্তি করেছে আমেরিকা-চীন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন সেকথা। তারপরেই ট্রাম্প জানান, যদিও তারা সব দেশের সঙ্গে চুক্তি করবেন না, তবে অবশ্যই বেশকিছু চুক্তির পরিকল্পনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হয়তো পরের বড় চুক্তিই হবে ভারতের সঙ্গে।‘
বৃহস্পতিবার, হোয়াইট হাউসে 'বিগ বিউটিফুল ইভেন্ট'-এ ভাষণ দিতে গিয়ে ট্রাম্প ভারতের সঙ্গে তাঁর "খুব বড় চুক্তি"র কথা বলেন।
ট্রাম্প এদিন জানিয়ে দেন, ‘আমরা সবার সঙ্গে চুক্তি করব না। কয়েকজনের জন্য আমরা কেবল তাদের একটি চিঠি পাঠাব, অনেক ধন্যবাদ জানাবো। জানিয়ে দেব, আপনাকে ২৫, ৩৫, ৪৫ শতাংশ দিতে হবে। এটি একমাত্র সহজ উপায়।‘
উল্লেখ্য, মেগা বাণিজ্য চুক্তি নিয়ে চার দিনের আলোচনায় মূলত উভয় দেশের শিল্প ও কৃষি পণ্যের জন্য বৃহত্তর বাজারে প্রবেশাধিকার, শুল্ক হ্রাস এবং অ-শুল্ক বাধাকে নজরে রেখেই আলোচনা করা হয়েছিল। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের কর্মকর্তারা, অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের আলোচকদের ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন রাজেশ আগরওয়াল।
