আজকাল ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার ৩ অক্টোবর শুরু হয়েছে নবরাত্রি। আগামী ৯ অক্টোবর ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন। তবে অবাঙালি সম্প্রদায় দেবীপক্ষের প্রথম দিন থেকে শুরু করে টানা নয় দিন ধরে দেবী দুর্গার নয় রূপের পুজো করে থাকেন। শাস্ত্র অনুসারে এই নয় দিন অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয়, ভক্তি ভরে এই সময়ে দেবীর পুজো করলে সব বাধা বিপত্তি দূর হয়ে যায়। এবং মনের সব ইচ্ছে পূরণ হয়। তবে জানেন কি কয়েকটি রাশি মা দুর্গার খুব প্রিয়। এই সব রাশির উপর দেবীর আশীর্বাদ সারা বছর থাকে। জেনে নেওয়া যাক সেই বিষয়ে-
মেষ- দেবী দুর্গার অত্যন্ত প্রিয় হল মেষ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মা দুর্গার আশীর্বাদ পান এই রাশি। শুধু দুর্গাপুজোর সময় নয়, সারা বছরই এঁদের সব কাজে সাফল্যে আসে। এঁদের জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে সব সময়। সন্তান ভাগ্যও ভাল হয়।
মিথুন- দেবী দুর্গার পছন্দের রাশি হল মিথুন। দুর্গাপুজোর মধ্যে বিশেষভাবে এই রাশির উপর মায়ের আশীর্বাদ থাকে। এই সময়ে সৌভাগ্যের অধিকারী হন এই রাশির মানুষেরা। সৎভাবে কাজের ফল পান এঁরা। দুর্গাপুজো চলাকালীন অনেক দিনের আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। আর্থিক অবস্থার উন্নতির যোগ থাকে।
সিংহ- এই রাশির মানুষেরা দেবী দুর্গার অত্যন্ত প্রিয়। এঁদের সঙ্গে দেবী দুর্গার আশীর্বাদ সব সময় রয়েছে। মা দুর্গার কৃপায় সিংহ রাশির ভাগ্য সবসময় তাঁদের পক্ষেই থাকে। যে কোনও বিপদ থেকে রক্ষা করেন দেবী। আর্থিক কোনও সমস্যা এঁদের বিপদে ফেলতে পারে না।
তুলা: তুলা রাশির দেবতা শুক্র। ভক্তি সহকারে দুর্গাপুজো করলে এঁরা সুফল পান। কারণ মা দুর্গার অত্যন্ত প্রিয় রাশি তুলা। নবরাত্রির সময় দুর্গাপুজো করলে কিংবা মন্ত্র জপ করলে বিশেষভাবে আশীর্বাদধন্য হন এই রাশির মানুষেরা।
