আজকাল ওয়েবডেস্ক: একজন সুরে দিয়েছেন, একজন সেই সুরে মায়া ঢেলেছেন। আর দু' জনের তৈরি করা গানে, মেতেছে বাংলা। পিয়া রে, মন মানে না- তালিকা লম্বা।
একজন জিৎ গাঙ্গুলি, অন্যজন জুবিন গর্গ। কয়েক দশকের বন্ধুত্ব, শুক্রবারের এক সংবাদ বদলে দিল সব! স্টুডিওয় বসে জুবিনের গানের মিক্সিং করতে করতেই বন্ধুর চলে যাওয়ার খবর শুনলেন আর এক বন্ধু। জিৎ শুনলেন, মৃত্যু হয়েছে জুবিনের।
জুবিনের মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসতেই আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল জিৎ গাঙ্গুলির সঙ্গে। শোকাতুর জিৎ, তিন দশকের বন্ধুকে হারিয়েছেন। আজকাল ডট ইন-কে জানালেন-
'কী বলব! আমার ভাষা নেই। তিরিশ বছরের বন্ধু। কত বছর। আমাদের জুটির কত সুপার-ডুপার গান রয়েছে, তার শেষ নেই। আমার প্রথম ছবি থেকে ও গান গাইছে। প্রেমী থেকে, একের পর এক মন মানে না, পরাণ যায় জ্বলিয়া রে, বোঝে না সে বোঝে না, বল না তুমি আমার, চোখের জলে ভাসিয়ে দিলাম...অসংখ্য গান।'
তারপরেই জিৎ জানালেন, 'আমি ওর গানই স্টুডিওয় মিক্স করছিলাম। নতুন ছবির গান। আর তার মাঝেই আমার কাছে এই খবর এল। ভাবা যায়!'
গায়ক হিসেবে জুবিন অতি-পরিচিত। ব্যক্তি-জুবিন? বন্ধু জুবিন?
জিৎ বললেন, 'মানুষ হিসেবে এত উদার, এরকম মানুষ আমি জীবনে খুব কম পেয়েছি। মানুষ কেমন তার গলায় বোঝা যায়। হিট-সুপারহিট-এ হয় না। জুবিন প্রাণ দিয়ে গান গাইত। আমি বলব ভারতের নম্বর ওয়ান গায়ক জুবিন। এ এক বিশাল ক্ষতি।'
বন্ধুর সঙ্গে শেষ কথা কবে হল...
চারদিন আগে। নতুন গান নিয়ে এই কথা হয়েছিল। কয়েকদিনের মাথায় এই খবর পাবেন, ভাবতেও পারেননি জিৎ।
