আজকাল ওয়েবডেস্ক:‌ বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচ হেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। 


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স ও বার্বাডোজ রয়্যালস। প্রথমে ব্যাট করে ১৯.‌১ ওভারে ত্রিনবাগো নাইট রাইডার্সের রান যখন ১৬৮/‌৩। তখন স্টেডিয়ামের ছটি ফ্লাডলাইটের তিনটি নিভে যায়। ১০ মিনিট পর আবার আলো জ্বলে ওঠে। কিন্তু বাকি পাঁচটি বল খেলতে দেওয়া হয়নি ত্রিনবাগোকে। বরং ডিএলএস নিয়মে বার্বাডোজের লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৬০ রান। ডেভিড মিলারের মারকুটে ব্যাটিংয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রয়্যালসরা।


এরপরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন ত্রিনবাগোর ক্রিকেটার রাসেল। তাঁদের রীতিমতো ডাকাতি করে হারিয়ে দেওয়া হল বলে অভিযোগ তোলেন তিনি। রাসেলের কথায়, ‘‌সোশ্যাল মিডিয়ায় বড় একটা কথা বলা পছন্দ করি না। কিন্তু এবার সিপিএলে যা হল মনে হল ডাকাতি করা হল। আলো নিভে গেল। ঠিক প্রথম ইনিংস শেষ হওয়ার মুহূর্তে আলো চলে এল। বিপক্ষকে সহজ টার্গেট দেওয়া হল।’‌


কিছুদিন আগেই দেশের ক্রিকেটারদের টেস্ট খেলার অনীহা নিয়ে রাসেল বলেছিলেন, ‘‌এখানে টাকাটা গুরুত্বপূর্ণ নয়। আসলে গোটা বিশ্বে এত টি২০ লিগ চলছে তাতে ক্রিকেটাররা টেস্ট খেলার আগ্রহ হারিয়ে ফেলেছে।’‌ প্রসঙ্গত, কেরিয়ারে মাত্র একটিই টেস্ট খেলেছেন রাসেল।