আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি আইসিসি হল অফ ফেম'এ অন্তর্ভুক্ত করা হয়েছে এমএস ধোনিকে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, আইপিএল খেলছেন। একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। তাঁর নেতৃত্বে টেস্টে একনম্বর স্থান অর্জন করে টিম ইন্ডিয়া। পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে দেখা যায় ধোনিকে। সেই পার্টিতেই ক্যাপ্টেন কুলকে দেখে হাতে চাঁদ পায় এক তরুণী। ধোনির সঙ্গে ছবি তুলতে পেরে উচ্ছ্বসিত। তাঁর অভিব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
বন্ধুর জন্মদিনে হাসিমুখে কেক কেটে তাঁকে খাওয়াতে দেখা যায় ধোনিকে। চোখের জল চেপে রাখতে পারেনি মাহির বন্ধু। কেক কাটার সময়ই ফাঁকতালে ধোনির সঙ্গে সেলফি তুলে নেন এক তরুণী। তারপর নিজে সেই ছবি দেখেই চমকে যান। যেন বিশ্বাসই করতে পারছিলেন না। তারপর ধোনির পাশে দাঁড়িয়ে ভিডিও তোলেন। সেখানে হাসিমুখে পোজও দেন প্রাক্তন ভারত অধিনায়ক। এই চিত্রই বলে দিচ্ছে, তিনি কতটা মাটির মানুষ। ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। চেন্নাইকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করছেন। তাঁর জনপ্রিয়তা এখনও তুঙ্গে। কিন্তু বিন্দুমাত্র অহংকার নেই। ছোটবেলার বন্ধুর জন্মদিনে একটি সাধারণ কালো গোল গলা টি-শার্ট পরে হাজির। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
