আজকাল ওয়েবডেস্ক: শনিবার সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত–ইংল্যান্ড। খেলা হবে চেন্নাইয়ে। ইডেনে প্রথম ম্যাচে মাত্র ১৩২ রানেই শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ড। বরুণ চক্রবর্তী নিয়েছিলেন তিন উইকেট।
ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে জস বাটলার ছাড়া কেউ রান পাননি। বাকি দুই ব্যাটার দুই অঙ্কের রান করেছেন। তাও খুব বেশি নয়। তার এক জন হ্যারি ব্রুক। ইডেনে আউট হয়েছিলেন বরুণ চক্রবর্তীর বলে।
শনিবার খেলা চেন্নাইয়ে। যেখানে পিচে অতটা গতি থাকবে না। স্পিনাররা সাহায্য পাবেন। এই পরিস্থিতিতে ইডেন ম্যাচে হার নিয়ে ব্রুক বলেছেন, ‘বরুণ চক্রবর্তী দারুণ বল করেছে। তবে কুয়াশার জন্য স্পিনারদের খেলতে একটু অসুবিধাই হয়েছে আমাদের। তবে চেন্নাইয়ে আকাশ পরিষ্কার রয়েছে। স্পিন খেলতে আশা করি অতটা অসুবিধা হবে না।’
এরপরই ব্রুকের সংযোজন, ‘ভারতের মাটিতে সফল হতে গেলে স্পিনারদের বিরুদ্ধে ভাল খেলতেই হবে। আর ভারতীয় দলে বেশ কয়েকজন কোয়ালিটি স্পিনার আছে।’
ইডেন ম্যাচ হারের পর আর্চার বলেছিলেন, ভারতীয় ব্যাটাররা ভাগ্যবান ছিলেন। আউট হতে হতে বেঁচে গিয়েছেন। এবার ব্রুক বলছেন হারের জন্য দায়ী কুয়াশা। তবে এটা নতুন নয়। এর আগে ১৯৯২–৯৩ সালের ভারত সফরে প্রথম টেস্টে হারের জন্য কুয়াশাকে দায়ী করেছিলেন ইংল্যান্ডের মুখ্য নির্বাচক।
এদিকে দ্বিতীয় ম্যাচের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। দলে একটাই পরিবর্তন। গাস অ্যাটকিনসনের জায়গায় খেলবেন ব্রাইডন কার্স।
