আজকাল ওয়েবডেস্ক: উইকেটকিপার হিসেবে ক্রিকেট শুরু করেছিলেন। পেস বল করতেন। অভিনয় করেছেন সিনেমায়। হতে চাইতেন পরিচালক। তিনি একজন স্থপতিও বটে। এত কিছুর পরেও বরুণ চক্রবর্তীকে সবাই চেনেন একজন ক্রিকেটার হিসেবে।

একজন রহস্য স্পিনার হিসেবে। তিনি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কে রাহানের হাতের তুরুপের তাস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার নেতৃত্বে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। আইপিএলে রাহানের নেতৃত্বে দলকে নির্ভরতা জোগাচ্ছেন।

 এহেন বরুণ চক্রবর্তী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর কর্মজীবনের কিছু ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে অন্য এক বরুণ চক্রবর্তীকে। এই বরুণ চক্রবর্তী ক্রিকেটার নন। তিনি স্থপতি। তাঁর মাথায় টুপি। হাতে ডায়রি। ক্যাপশন হিসেবে লিখেছেন, 'আর্কিটেক্ট রিপোর্টিং। ব্যাক টু মাই ওজি প্লেগ্রাউন্ড। আ কুইক ক্লায়েন্ট সাইট ভিজিট।' পুরনো দিনের ছবি পোস্ট করে বরুণ হয়ে গিয়েছিলেন নস্ট্যালজিক। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Varun Chakaravarthy (@chakaravarthyvarun)