আজকাল ওয়েবডেস্ক: ফিফা উইন্ডোতে আগামী মঙ্গলবার মালয়েশিয়ার বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। ম্যাচের আগে ২৬ জনের সম্ভাব্য দল ঘোষণা করে দিলেন কোচ মানেলো মার্কেজ। ম্যাচটি আগামী ১৮ নভেম্বর হায়দরাবাদের গাচিবৌলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তার আগে ১১ নভেম্বর হায়দরাবাদে ক্যাম্পে যোগ দেবেন ফুটবলাররা। গত অক্টোবরে ভিয়েতনামের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে ভারত ১-১ গোলে ড্র করে খেলা শেষ করে।
ভারতের পক্ষে একমাত্র গোলটি করেন ফারুখ চৌধুরী। সাম্প্রতিক সময়ে মানেলো কোচ হয়ে আসার পরেও ভারতীয় ফুটবল দলের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে জয়ে ফেরাই মূল লক্ষ্য ব্লু টাইগার্সদের। দলে রয়েছেন তিনজন অভিজ্ঞ গোলরক্ষককে যুক্ত করেছেন। সঙ্গে অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গন, আনোয়ার আলি এবং রাহুল ভেকে দলে রয়েছেন। মাঝমাঠে অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্দেস, জিকসন সিং, জিতিন এমএসের মত ফুটবলাররা রয়েছেন।
আক্রমণভাগে ফারুখ চৌধুরী, বিক্রমপ্রতাপ সিং, ছাংতে, মনবীর সিং রয়েছেন। তবে বাদ পড়েছেন মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বোস, ইস্টবেঙ্গলের উইঙ্গার নান্ধাকুমার। পরিসংখ্যান বলছে, গত ১১টি ম্যাচে জয়ের স্বাদ পায়নি ব্লু টাইগার্স। ভারতের শেষ জয় এসেছিল গত বছরের ১৬ নভেম্বর। ফিফা কোয়ালিফায়ারে কুয়েতকে হারিয়েছিল ভারত।
