আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলের কাছে ডার্বিতে হার মানলেও দলের খেলায় খুশি মহমেডান স্পোর্টিং কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। তিনি বলেন, ''শুরুটা আমরা ভালই করেছিলাম, কিন্তু শুরুতেই গোল খেয়ে যাওয়ায় সমস্যা হয়ে গেল। যখনই আমরা খেলায় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা শুরু করি, তখনই গোল খেয়ে যাই। দুটো গোলই আমরা আটকাতে পারতাম।''
নাওরেম মহেশ গোল করে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। ২৭ মিনিটে তিনি গোলটি করেন। দ্বিতীয়ার্ধে বাকি দুটি গোল হয়। সাদা-কালো ব্রিগেডও দ্বিতীয়ার্ধে একটি গোল করে। রবি হাঁসদা নামার পরে মহমেডানের আক্রমণে কামড় দেখা যায়। আনোয়ার আলি গোললাইন সেভ করেন। একটি শট লাল-হলুদের বারে লেগে প্রতিহত হয়। মেহেরাজ বলছেন, ''দল ভাল লড়াই করেছে। দুটো গোল খাওয়ার পরেও একটা শোধ করতে পেরেছে, এটা ইতিবাচক দিক। ইস্টবেঙ্গল আরও গোল করার জন্য মরিয়া ছিল, আমরাও অনেক চেষ্টা করেছি। কিন্তু ওরা সুযোগগুলোকে গোলে পরিণত করতে পেরেছে। আমরা পারিনি।''
সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের স্ট্রাইকার রবি হাঁসদা প্রথম ম্যাচে নজর কাড়েন। তাঁকে সুযোগ দেওয়া হয় ডার্বিতে। সুযোগের সদ্ব্যবহার করেন রবি। মেহরাজও দলের খেলায় খুশি। সাদা-কালো কোচকে বলতে শোনা গিয়েছে, ''রবি দারুণ খেলেছে। ও নেমেই একটা গোলে অ্যাসিস্ট করে। ফ্রাঙ্কা তা থেকে গোলও পায়। তবে উন্নতির অবকাশ রয়েছে। রবি এখন আইএসএলের দলে রয়েছে। তবে যে কোনও দলে নাম্বার নাইন হিসেবে জায়গা পাকা করে নিতে রবিকে আরও পরিশ্রম করতে হবে। বাকিদের থেকে আরও অসাধারণ হয়ে উঠতে হবে রবিকে।''
