আজকাল ওয়েবডেস্ক: আইএসএলের ডার্বিতে দুই বন্ধুর দেখা হচ্ছে এবার। কলকাতা ডার্বির পারদ চড়তে পারে দুই ব্রাজিলীয় বন্ধুর ডুয়েল নিয়ে।
দুই প্রধানে দুই ব্রাজিলীয়। এরকম ঘটনা আগেও দেখেছে কলকাতা। এবারের আইএসএলে ফের দেখা যাবে দুই ব্রাজিলীয়র দ্বৈরথ। একজন মিগুয়েল। তিনি ইস্টবেঙ্গলে সই করে ফেলেছেন। আরেকজন রবসন রবিনহো। যিনি মোহনবাগানে সই করলেন।
দুই ব্রাজিলিয়ানই বাংলাদেশের বসুন্ধরা কিংসের প্রাক্তন ফুটবলার। দুই তারকাই অতীতে খেলেছেন ইস্টবেঙ্গলের বর্তমান কোচ অস্কার ব্রুজোঁর কোচিংয়ে।
নতুন শহরে দুই বন্ধুর রাস্তা আলাদা হয়ে গেল। মিগুয়েলের পিঠে লাল-হলুদ জার্সি। রবসনের সবুজ-মেরুন। বলা ভাল মিগুয়েল লাল-হলুদ কোচ অস্কারের আস্থা অর্জন করে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে সই করেছেন। আর রবসনকে পছন্দ করেছেন স্বয়ং হোসে মোলিনা।
মোহনবাগানে আসছেন রবসন, এই খবর আজকাল ডট ইনে প্রকাশিত হয়েছিল ২৯ এপ্রিল। সেই নিরিখে বলতে গেলে, আজকাল ডট ইনের খবরেই সিলমোহর পড়ল।
রবসন ও মিগুয়েল দীর্ঘদিন একসঙ্গে বসুন্ধরা কিংসের হয়ে খেললেও তাঁদের মধ্যে সদ্ভাব আর আগের মতো নেই। ব্যক্তিত্বের সংঘাতে চিড় ধরেছে বন্ধুত্বে।
বসুন্ধরা কিংসের হয়ে রবসন বাংলাদেশ মাতিয়েছেন। খেলেছেন মোহনবাগানের বিরুদ্ধেও। সবুজ-মেরুনের জালে বলও জড়িয়েছেন তিনি।
বসুন্ধরা ছেড়ে রবসন ব্রাজিলের ক্লাব আগুয়া সান্তার হয়ে খেলেছেন। নেইমারের বিরুদ্ধেও নামেন তিনি। ফ্লুমিনেন্স থেকে বাংলাদেশে গিয়েছিলেন রবসন। আবার বাংলাদেশ থেকেই ব্রাজিলের ক্লাবে ফিরে গিয়েছিলেন। এবার ব্রাজিল থেকে আসছেন কলকাতার বটবৃক্ষ ক্লাবে।
অতীতে হোসে ব্যারেটো যুগ দেখা গিয়েছিল বাগানে। সবুজ-মেরুন জার্সিতে মাঠ কাঁপাতেন তিনি। তাঁকে নিয়ে ছড়িয়ে রয়েছে কত গল্প। পুরোদস্তুর টিমম্যান ছিলেন ব্যারেটো।
ইস্টবেঙ্গলে আবার খেলে গিয়েছেন ডগলাস দ্য সিলভা, গিলমার, এডমিলসনের মতো তারকা ব্রাজিলীয়। যাঁদের পায়ে একসময়ে কলকাতা ডার্বির ভাগ্য নির্ধারিত হয়েছে। এবার দুই ব্রাজিলীয়র লড়াই দেখবে আইএসএলের ডার্বি।
সল্টলেকের সবুজ গালচেতে সাম্বা ঝড় তুলবেন দুই ক্লাবের দুই ব্রাজিলীয়। শেষ হাসি কার জন্য তোলা থাকবে? রবসন নাকি মিগুয়েল? সময় এর উত্তর দেবে।
