আজকাল ওয়েবডেস্ক:‌ কানপুরের গ্রিন পার্কে কুলদীপ যাদবকে খেলানো উচিত। প্রয়োজনে বিশ্রাম দেওয়া যেতে পারে জসপ্রীত বুমরাকে। নিজের এই অভিব্যক্তির কথা জানালেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকার। 


চেন্নাইয়ের উইকেটে সবুজের আভা দেখে তিন পেসার খেলিয়েছিল ভারত। বুমরা, সিরাজের সঙ্গে ছিলেন আকাশ দীপ। সঙ্গে দুই স্পিনার অশ্বিন ও জাদেজা। কিন্তু কানপুরের উইকেটের চরিত্র অন্য। এবার যে পিচ হয়েছে, তাতে প্রথম দুই দিন সাফল্য পাবেন পেসাররা। তারপর উইকেট স্পিন সহায়ক হয়ে উঠবে। তবে চেন্নাইয়ের মতো গতি ও বাউন্স কানপুরের উইকেটে থাকবে না। তাই স্পিনাররা বাড়তি বাউন্স পাবেন কিনা মুশকিল। তবুও মঞ্জরেকার তিন স্পিনারে খেলার পরামর্শ দিলেন। 


মঞ্জরেকার মনে করিয়ে দিয়েছেন, এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের সিরিজে কুলদীপ চার টেস্টে ১৯ উইকেট নিয়েছিলেন। মঞ্জরেকারের কথায়, ‘‌কুলদীপকে সহজে বাদ দেওয়া যাবে না। টার্নার না হলেও চেন্নাইয়েও কুলদীপকে খেলানো যেত। কারণ ভারতের উইকেটে প্রথম দেড় দিন পর স্পিনাররাই সুবিধা পায়।’‌ এরপরই মঞ্জরেকারের সংযোজন, ‘‌বুমরাকে পরবর্তী সিরিজের কথা ভেবে বিশ্রাম দেওয়া যেতেই পারে। সেক্ষেত্রে কুলদীপকে প্রথম একাদশে আনা যেতে পারে।’‌ তিনি আরও বলেছেন, ‘‌কানপুরে গ্রিন টপ হলেও বুমরা ও সিরাজই যথেষ্ট। দলে যখন তিনজন স্বীকৃত স্পিনার রয়েছে, তাদের একসঙ্গে খেলানো উচিত।’‌