আজকাল ওয়েবডেস্ক: যশস্বী জয়সওয়ালকে বিতর্কিত আউটের সিদ্ধান্ত দেওয়ার পর থেকেই বাংলাদেশি তৃতীয় আম্পায়ারকে নিয়ে চর্চা হচ্ছে সর্বত্র। 
যদিও অনেকে তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার পাশেই থেকেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, অর্থ পেলেও কেন তাঁরা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন? 

আইসিসি পরিচালিত ম্যাচে কত অর্থ পান আম্পায়াররা? একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, টেস্ট ম্যাচ পিছু একজন আম্পায়ার ৩.৩৩ লক্ষ টাকা আয় করেন। ওয়ানডে পিছু ২.২৬ লক্ষ টাকা এবং টি-টোয়েন্টি ম্যাচ পরিচালা করার জন্য একজন আম্পায়ার ১.২৫ লক্ষ টাকা রোজগার করতে পারেন। 

যদিও এই অঙ্ক আম্পায়ারদের অভিজ্ঞতা এবং ম্যাচের গুরুত্বের উপর নির্ভর করে পরিবর্তন হয়। পাকিস্তানের আলিম দারের বেতন সর্বোচ্চ বলে জানা যায়। 

বিসিসিআই আম্পায়ারদের জন্য বিভিন্ন গ্রেড চালু করেছে। গ্রেডের সঙ্গে সঙ্গে তাঁদের আর্থিক অঙ্কটাও বদলায়। 'এ প্লাস' ও 'এ' গ্রেডের আম্পায়াররা ঘরোয়া ম্যাচের জন্য দৈনিক প্রায় ৪০ হাজার টাকা অর্থ পান। বি এবং সি গ্রেডের আম্পায়াররা  দৈনিক ৩০ হাজার টাকা পান। যাদের সুনাম রয়েছে, তাঁরা আইসিসি প্যানেলে নির্বাচিত হতে পারেন। আইসিসি আম্পায়ারদের ম্যাচ ফি অনেকটাই বেশি।