আজকাল ওয়েবডেস্ক: ফরাসি বিপ্লব আর ঘটল না। প্যারিস সাঁ জাঁ-র স্বপ্ন থমকে গেল। ওয়াটারলুতে হেরে গিয়েছিলেন নেপোলিয়ান। ক্লাব বিশ্বকাপের ফাইনালে প্যারিস সাঁ জাঁ-র দৌড় থেমে গেল  নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন ফাইনালে। প্রথমার্ধের শেষে মঞ্চে পারফর্ম করেন মার্কিন র‌্যাপার দোজা ক্যাট ও কলম্বিয়ান গায়ক জে বালভিন। তারাদের হাট বসেছিল। সেই মঞ্চেই দুয়োধ্বনি শুনতে হল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। 

উল্লাসে মাতোয়ারা চেলসি।  অন্যদিকে ট্রফি দিতে এসে চিৎকার ও দুয়োর মাঝে পড়েন ট্রাম্প। ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসির হাতে ট্রফি তুলে দিতে গিয়ে বিড়ম্বনার মধ্যে পড়তে হল তাঁকে।

চেলসির হাতে ট্রফি তুলে দেওয়ার সময়ে মঞ্চে ছিলেন ট্রাম্প। পরনে ছিল লাল টাই। চেলসি অধিনায়ক রিস জেমসকে ট্রফি দেন তিনি। চেলসি খেলোয়াড়দের সঙ্গে তিনিও হাততালি দেন। চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে উল্লাসেও যোগ দেন ট্রাম্প। 

 

?ref_src=twsrc%5Etfw">July 13, 2025

 

আরও পড়ুন: ছয় ইনিংসে ৫০ রান! ৪১ বছরের দুঃস্বপ্নের রেকর্ড ছুঁয়ে ফেললেন অজি তারকা

অনেক আগেই ট্রাম্পের দিকে উড়ে আসে সমালোচনার ঝড়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মাঠে যান ট্রাম্প। সেই সময়ে গ্যালারি থেকে উড়ে আসে দুয়োধ্বনি। মার্কিন প্রেসিডেন্ট যাতে লজ্জায় না পড়েন, তার জন্য গানের ভলিউম বাড়িয়ে দেওয়া হয়। ম্যাচের বল গড়ানোর আগেও দর্শকরা ট্রাম্পকে উদ্দেশ্য করে দুযোধ্বনি দেন। 

জাতীয় সঙ্গীতের সময় স্যালুট দিতে দেখা যায় ট্রাম্পকে, সেই সময়েও দর্শকরা ট্রাম্পকে লক্ষ্য করে কটাক্ষ শুরু করেন। সেই সময়ে ক্যামেরা সরিয়ে নেওয়া হয় অন্যদিকে। 

তুমুল কটাক্ষ, বিদ্রুপ উড়ে এলেও ট্রাম্প কিন্তু দমে যাওয়ার বান্দা নন। চেলসি ফুটবলারদের হাতে ট্রফি তুলে দেন তিনি। কোল পালমারের হাতে তুলে দেন 'গোল্ডেন বল'। প্যারিস সাঁ জাঁর খেলোয়াড়দের সঙ্গেও হাত মেলান।  

 

?ref_src=twsrc%5Etfw">July 13, 2025

প্রথমার্ধেই ফয়সলা হয়ে যায় ক্লাব বিশ্বকাপের ফাইনাল। আধ ঘণ্টার মধ্যে জোড়া গোল করে পালমার পিএসজিকে স্তম্ভিত করে দেন। এহেন পালমারই সতীর্থ পেদ্রোকে দিয়ে তৃতীয় গোলটি করান। পিএসজি যে গোলের সুযোগ পায়নি তা নয়। তারাও একাধিকবার চেলসির গোলমুখে হানাদারি চালায়। চেলসির গোলকিপার রবার্ট স্যানচেজ হাফ ডজন সেভ করেন। তবে ম্যাচের শেষের দিকে উত্তেজনা তৈরি হয়। দুই দলের ফুটবলার, পিএসজি কোচ এনরিকে জড়িয়ে পড়েন কথা কাটাকাটিতে। 

বিশেষ করে ভিএআরের মাধ্যমে নেভেস লাল কার্ড দেখার পর তা সংক্রামিত হয় পিএসজি কোচ লুইস এনরিকে, দোন্নারুম্মা ও চেলসির ফুটবলারদের মধ্যে। কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। এই সময়ে চেলসির পেদ্রোর কাঁধ ধরে কথা বলতে দেখা গিয়েছে পিএসজি কোচ এনরিকেকে। তার আগে ৮৫ মিনিটে চেলসির লেফট ব্যাক মার্ক কুকুরেয়ার চুল ধরে তাঁকে টেনে ফেলে দেওয়া হয়। লাল কার্ড দেখেন পিএসজির মিডফিল্ডার জোয়াও নেভেস।