পশ্চিম এশিয়ার আকাশে তীব্র থেকে তীব্রতর হচ্ছে বারুদের গন্ধ। বর্তমানে একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলেছে ইরান ও ইজরায়েল। ইতিমধ্যেই এই যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধের আঁচ ভালোই টের পাচ্ছে ভারত। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরান- ইজরায়েলের যুদ্ধ যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে, আকাশ ছুঁয়ে ফেলবে খনিজ তেলের দাম। আর সেই কারণেই ইরান-ইজরায়েলের যুদ্ধে 'সিঁদুরে মেঘ' দেখছে নয়া দিল্লি।
