আজকাল ওয়েবডেস্ক: নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে। মা ও নাবালিকার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত সৎ বাবা। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে কুলতলি থানার কৈলাস নগরে। নাবালিকা অভিযোগ জানানোর পরেই কুলতলি থানার পুলিশ অভিযুক্ত শম্ভু দাসকে গ্রেপ্তার করেছে।
নির্যাতিতা নাবালিকা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে, চার বছর আগে তার বাবা মারা যান। এরপর তার মা কুলতলির কৈলাস নগরের বাসিন্দা শম্ভু দাসকে বিয়ে করেন। মায়ের দ্বিতীয় বিয়ের পর থেকে সৎ বাবার কাছেই থাকত নাবালিকা।
নাবালিকার অভিযোগ, ফাঁকা বাড়িতে তাকে একা পেয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করত সৎ বাবা। ঘটনা কাউকে জানালে, তাকে প্রাণে মারার দেওয়ার হুমকিও দিত শম্ভু দাস। মঙ্গলবার ঘটনাটি জানতে পেরে নাবালিকার মা কুলতলি থানার দ্বারস্থ হন। নাবালিকাও থানায় অভিযোগ জানায়। পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।
