আজকাল ওয়েবডেস্ক: দুই ছেলেকে সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে বেধড়ক মারধরের অভিযোগ ছেলেদের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মাথা ফাটিয়ে দেওয়া হয় ভিলেজ পুলিশের। আগুন ধরিয়ে দেওয়া হয় ভিলেজ পুলিশের মোটরবাইকেও। অভিযুক্ত দু-ভাই পলাতক। 

 

ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার দেবীপুর চর গ্রামে। এক বৃদ্ধ, বিধবা পুষ্পরানি মজুমদারকে মারধরের অভিযোগ তাঁর দুই ছেলের বিরুদ্ধে। গত কয়েকদিন ধরেই বৃদ্ধ মা'কে সম্পত্তি দুই ভাইয়ের নামে লিখে দেওয়ার জন্য মানসিক চাপ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গতকাল দুই ছেলে ধানের ভাগ নেওয়াকে কেন্দ্র করে তাঁদের বৃদ্ধ মা'কে মারধর করে। 

 

ঘটনার খবর পেয়ে ওই গ্রামে যায় লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার ভিলেজ পুলিশ সনাতন চক্রবর্তী। সনাতনকে দেখেই ওই বৃদ্ধার দুই ছেলে সতীশ মজুমদার ও তিলক মজুমদার তাঁকে বেধড়ক মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেয়। তাঁর মোটরবাইকে আগুন জ্বালিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ওই গ্রামে যায় দুবরাজপুর থানার পুলিশ। অভিযুক্ত দুই ভাই পলাতক।

 

বৃদ্ধ বিধবা মহিলা পুষ্পরানি মজুমদার তাঁর দুই ছেলে সতীশ মজুমদার ও তিলক মজুমদারের নামে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও ভিলেজ পুলিশ সনাতন চক্রবর্তীও দুবরাজপুর থানায় অভিযুক্ত দু'জনের নামে অভিযোগ করেছেন। পুলিশ অভিযুক্ত দু'জনের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে।