আজকাল ওয়েবডেস্ক: এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার ঘিরে সাতসকাল থেকে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘির সিংহীর চক এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম, দিলীপ নাইয়া (৩৪)। তিনি স্থানীয় বকুলতলা গ্রামের বাসিন্দা। রবিবার রাতে পুলিশ রক্তাক্ত অবস্থায় দেহটি উদ্ধার করে সিংহীর চক মোড়ের কাছে এক আত্মীয়ের বাড়ির সামনের রাস্তার উপর থেকে।
পুলিশের ধারণা, দিলীপকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেশ কিছুটা দূরে ফাঁকা জায়গায় ধারাল অস্ত্র দিয়ে গলায় কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় দিলীপ প্রাণ বাঁচানোর জন্য কাছেই সিংহীর চক মোড়ে তাঁর এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন বলে পুলিশের অনুমান।
কলকাতায় গাড়ি চালাতেন দিলীপ। প্রায় দু'মাস পর গতকাল বিকেলে বাড়িতে ফিরেছিলেন। প্রায় ১০ বছর আগে বিয়ে হলেও স্ত্রী অন্যত্র চলে যান। আট বছরের এক সন্তান দিলীপের বৃদ্ধ বাবা মায়ের কাছে থাকে। কী কারণে খুন, ধোঁয়াশায় পরিবারের লোকজনেরা।
ঘটনাস্থল থেকে একটি লেডিস সাইকেল উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশের তরফে ক্রাইম সিন ঘিরে ফেলা হয়েছে। পুরনো কোনও শত্রুতার জেরে দিলীপকে খুন করা হল কি না সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগোতে চাইছে পুলিশ। খুনের মামলা রুজু করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
