আজকাল ওয়েবডেস্ক: রাস্তায় পড়ে রয়েছে শ'য়ে শ'য়ে দেশি মদের বোতল। আর তা কুড়িয়ে নিয়ে এক ছুটে দৌড়ে পালাচ্ছে লোকজন। এমনই এক ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছে মুর্শিদাবাদে নবগ্রাম থানার কানফালা এলাকায়। 

 

শনিবারে বিকাল নাগাদ মদের বোতল ভর্তি একটি গাড়ি এক দুর্ঘটনায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর উল্টে গেলে প্রচুর দেশি মদের বোতল ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে ,রাস্তায় মদের বোতল গড়াগড়ি খেতে দেখে স্থানীয় সুরা প্রেমীরা আর নিজেদের 'আবেগ'কে নিয়ন্ত্রণ করতে পারেননি। 

 

রাস্তায় পড়ে থাকা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি বা তার চালক-খালাসির দিকে কেউ না তাকিয়ে যে যেমন করে পারল একটা দু'টো দেশি মদের বোতল নিয়ে এক ছুটে এলাকা থেকে পালিয়ে যান। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে রাস্তায় পড়ে থাকা ওই গাড়ি এবং বোতল কুড়ানোর হিড়িকে কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়। দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি। তবে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই নবগ্রাম থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ কানফালা এলাকায় পৌঁছে যায়। তার ফলে খুব বেশি মদের বোতল লুঠ হয়নি বলেই জানা গিয়েছে। 

 

বর্তমানে রাজ্য সরকারের তৈরি করা এই দেশি মদের বোতল প্রায় একশো দশ টাকা দামে সরকার অনুমোদিত বিভিন্ন মদের দোকান থেকে বিক্রি হয়। শনিবার বিকাল নাগাদ একটি ছোট চারচাকা গাড়ি করে জঙ্গিপুর থেকে বেশ কিছু মদের বোতল বাক্সবন্দি অবস্থায় নবগ্রাম থানার পলসনডা এলাকায় একটি মদের দোকানে নিয়ে যাওয়া হচ্ছিল। 

 

আরও পড়ুন: বিনোদন পার্কে ভয়ঙ্কর ঘটনা, হঠাৎ ভেঙে পড়ল জয়রাইড, উপর থেকে ছিটকে পড়লেন সকলে, মর্মান্তিক পরিণতি

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে পিকআপ ভ্যানে করে মদের বোতল পরিবহন করা হচ্ছিল ১২ নম্বর জাতীয় সড়কের উপর কানফালা এলাকায় যখন সেটি পৌঁছয়, তখন হঠাৎ করেই তার পেছনের একটি চাকা ফেটে যায়। 

এর ফলে চালক আর গাড়ির উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। সেটি জাতীয় সড়কের উপর উল্টে যায় এবং গাড়ির মধ্যে থাকা দেশি মদের প্রচুর বোতল রাস্তার উপর এদিক ওদিক ছিটকে পড়ে।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি দেখতে পাওয়ার পরই আশেপাশে যে সমস্ত সুরা প্রেমীরা ছিলেন, তাঁরা এই সুযোগ সামনে পেয়ে আর অপেক্ষা করতে রাজি হননি। দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং জামার তলায়, প্যান্টের পকেটে, হাতের ব্যাগে, যে যেখানে পেরেছেন একটি দু'টি করে দেশি মদের বোতল নিয়ে এলাকা থেকে সরে পরেন। 

 

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশ, হুগলিতে শুরু হল 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচি, কী কী দাবি স্থানীয়দের?

 

নবগ্রাম থানা সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিতে হাজারের বেশি দেশি মদের বোতল ছিল। বেশিরভাগই ঠিক রয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দুর্ঘটনার পর জাতীয় সড়কের একটি লেন দিয়ে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পুলিশ এবং জাতীয় সড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়। গাড়ির চালক এবং খালাসীর গুরুতর কোনও চোট নেই বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।