আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় পোস্ট অফিস মানেই সকলের কাছে ভরসার একটি জায়গা। সেখানে দেশের ব্যাঙ্কগুলির পাশাপাশি তারাও প্রতিটি ভারতীয়কে সেবা করে যাচ্ছে। তবে এবার পোস্ট অফিসে মিলবে বেশ কয়েকটি সুবিধা যেগুলি ব্যাঙ্কের কাছেও রয়েছে।
ভারতীয় পোস্ট অফিসের আইটি বিভাগে বেশ কয়েকটি পরিবর্তন করা হয়েছে। ফলে সেখান থেকে এই পরিষেবা আরও ভালভাবে পাওয়া যাবে। এই নতুন ব্যবস্থায় যোগ করা হবে ইউপিআই-কে। ফলে সেখান থেকে পোস্ট অফিসের সঙ্গে যদি ইউপিআই যুক্ত হয় সেখানে গ্রাহকদের কাছে এটি একটি বিরাট বিষয় হবে।
প্রাথমিকভাবে দেশের প্রায় ৮৬ হাজার পোস্ট অফিসে এই সিস্টেম চালু করা হবে বলেই খবর মিলেছে। পাশাপাশি লেনদেনের ক্ষেত্রে এবার থেকে ওটিপি চালু হবে বলেও খবর এসেছে। এরফলে পোস্ট অফিসের নিরাপত্তা অনেক বেশি শক্ত হবে।
আরও পড়ুন: প্রতিরক্ষা খাতে কোথায় সবুজ সঙ্কেত দিল কেন্দ্র, এবার ঘুম উড়বে প্রতিবেশী দেশের
যদি কোনও গ্রাহক স্পিড পোস্ট করতে যান তাহলে তিনি সেখানে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। এরফলে তার সময় অনেকটাই বাঁচবে। এছাড়া পিন কোডের ক্ষেত্রে ভারতীয় পোস্ট অফিস ডিজি পিন চালু করতে চলেছে। ফলে সেখান থেকে প্রাচীন ধারার পিন কোড যে বাতিল হয়ে যাবে সেটাও বলা যায়।
নতুন নিয়মের জেরে প্রতিটি লোকেশনকে ডিজিটালি মার্ক করা হবে। ফলে সেখানে গ্রাহককে কোথায়, কোন জিনিস দিতে হবে সেটা তৈরি করা পোস্ট অফিসের কাছে সহজ হবে। এছাড়া বিভিন্ন বিমান সংস্থার সঙ্গেও কথা বলছে ভারতীয় পোস্ট অফিস যাতে সেখান থেকে মেল ব্যাগ বা কার্গো দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া যায়।
প্রসঙ্গত, ২ বছর এবং ৩ বছরের টিডি স্কিমের সুদের হার কমানো হয়েছে। পোস্ট অফিসে ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছরের জন্য টিডি অ্যাকাউন্ট খোলা যাবে। পোস্ট অফিস ২ বছর এবং ৩ বছরের টিডি স্কিমের সুদের হার কমিয়েছে। পোস্ট অফিসে ২ বছরের টিডি-র সুদের হার ৭.০ শতাংশ থেকে কমিয়ে ৬.৯ শতাংশ এবং ৩ বছরের টিডি-র সুদের হার ৭.১ শতাংশ থেকে কমিয়ে ৬.৯ শতাংশ করেছে।

কত বছরের মেয়াদে টিডি স্কিমের সুদের হার বৃদ্ধি? পোস্ট অফিস ৫ বছরের টিডি-র সুদের হার ৭.৫ থেকে বাড়িয়ে ৭.৭ শতাংশ করা হয়েছে। যদি ১,০০,০০০ টাকা জমা করেন, তাহলে ১৪,৬৬৩ টাকা নির্দিষ্ট সুদ পাবেন।
পোস্ট অফিসে ২ বছরের টিডি স্কিমে ১ লক্ষ টাকা জমা করেন, তাহলে মেয়াদপূর্তিতে আপনি মোট ১,১৪,৬৬৩ টাকা পাবেন। এর মধ্যে আপনার বিনিয়োগ করা ১,০০,০০০ টাকার পাশাপাশি ১৪,৬৬৩ টাকার নির্দিষ্ট সুদ অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, পোস্ট অফিসের টিডি স্কিমটি ঠিক ব্যাঙ্কের এফডি স্কিমের মতো। পোস্ট অফিসের টিডি স্কিমে, গ্রাহকরা একটি নির্দিষ্ট সময়ের পরে নির্দিষ্ট সুদ পান। পোস্ট অফিস কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করে, তাই এর অর্থ হল এতে আপনার জমা করা অর্থ সম্পূর্ণ নিরাপদ।
সতর্কতা: এই নিবন্ধটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে লেখা। যেকোনও ধরণের বিনিয়োগ বা আর্থিক ঝুঁকি নেওয়ার আগে, আপনার আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করুন। আজকাল ডট ইন কোনও ধরণের ঝুঁকির জন্য দায়ী থাকবে না।
