আজকাল ওয়েবডেস্ক: ভারতের মতো দেশে পরিবার হল সকলের কাছে একটি শক্তি জমির সমান। বিশেষ করে মানুষের জীবনে যখন বয়সের ভার আসে তখন সে নিজের পরিবারের সন্তানের ওপর অনেকটা নির্ভর করে থাকে। তবে অনেক পরিবার রয়েছে যাদের সন্তান নেই। তারা কীভাবে নিজের অবসরকে নিশ্চিত করবেন এবার জেনে নিন সেই তথ্য।
যারা এই পরিস্থিতির শিকার তারা আগে থেকেই এজন্য প্রস্তুতি নিতে পারেন। যেহেতু তাদের সন্তানের জন্য কোনও খরচ কখনও হয়নি তাই তারা আগে থেকেই সেই টাকা বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকেই তাদের অবসর কাটতে পারেন নিশ্চিন্তের দিকে।
প্রথমেই আপনাকে নিয়ে স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে। সেখানে আপনি একটি ভাল হেলথ কেয়ার প্ল্যান নিতে পারেন। সেটি এমনভাবে আপনাকে রাখতে হবে যেখান থেকে আপনি বয়সকালে অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে আপনার যাবতীয় খরচ চলে আসে।
পাশাপাশি আপনার সারা মাসের খরচ চালানোর জন্য আপনাকে একটি লং টার্ম কেয়ারে টাকা প্রথম থেকেই বিনিয়োগ করতে হবে। সেখানে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড। আপনি যেখানে খুশি নিজের মতো করে টাকা বিনিয়োগ করতে পারেন। এই টাকা পরে আপনাকে নিজের সন্তানের মতো দেখাশোনা করবে।
নিজের সমস্ত সম্পত্তি দেখভালের জন্য আপনাকে একজন উকিলের সহায়তা নিতে হবে। সেখানে হঠাৎ করে যদি আপনার দরকার পড়ে তাহলে আপনি আইনি পথে গিয়ে নিজের সমস্ত সমস্যার সমাধান করতে পারেন।
সন্তান তার পিতামাতার কাছে একটি বিরাট ভরসার জায়গা। সেখানে তাকে ছাড়া অবসর কাটানো সহজ হবে না। তবে যদি নিজেকে আপনি আর্থিকভাবে স্বচ্ছল রাখেন তাহলে সেখানে আপনার অবসরকালটি অতি সহজ হতে পারে। নিজের অবসরের পরিকল্পনা আগে থেকে ভাবতে পারলে সেখানে খুব একটা অসুবিধা হবে না। তবে সেখানে নিজের জীবনসঙ্গীর প্রতি আপনাকে অনেকটা বেশি নির্ভরশীল হতে হবে।
